দেশ

দিল্লির দূষণ নিয়ন্ত্রনে কড়া নিয়মবিধি লাগু

Strict rules to control pollution in Delhi

Truth Of Bengal: মারাত্মক পর্যায়ে পৌঁছে গিয়েছে দিল্লির বাতাসের গুণমান। সেখানে নিঃশ্বাস নেওয়া, দৈনিক ২৫-৩০টি সিগারেট খাওয়ার সমান। ফুসফুস বিশেষজ্ঞদের দাবি অন্তত তেমনটাই। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি রিপোর্ট থেকে স্পষ্ট হচ্ছে, সেখানে বসবাসকারী মানুষের আযুর উপর থাবা বসিয়েছে দিল্লির দূষণ পরিস্থিতি।

দিল্লির সেই দূষণ পরিস্থতি নিয়ন্ত্রের জন্যই কড়া নিয়মবিধি লাগু করেছে সে দেশের প্রশাসন। দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি মারলেনা জানান, ট্রাফিক কমিয়ে সরকারী অফিসের সময়সীমায় বদল আনা হয়েছে কিছুটা। দিল্লির একিউআই ৪০১-৪৫০ এর মধ্যে থাকলে অতি গুরুতর বলে গন্য হয়েছে। সেক্ষেত্রে দিল্লির বায়ুদূষণের পরিস্থিতি বর্তমানে অতি গুরুতর বলে বিবেচিত হচ্ছে।

দল্লির মুখ্যমন্ত্রী অতিশির ঘোষণা অনুয়াযী জানা যায়, দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশনে সকাল ৮.৩০ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ জারি থাকবে। কেন্দ্রীয় সরকারী অফিসের জেরে সময়সীমা বেঁধে দেওয়া হয় সকাল সকাল ৯টা থেকে বিকেট ৫.৩০টা। দিল্লি সরকারের অফিস সচল থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৫.৩০ টা পর্যন্ত। দিল্লি সরকারের অফিস সচল থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬.৩০টা পর্যন্ত।

ইতিমধ্যেই শুক্রবার থেকে সমস্ত প্রাইমারী স্কুগুলিতে অনলাইনে ক্লাস শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি আরও বেগতিক বুঝলে উচ্চপর্যায়ের শিক্ষার ক্ষেত্রেও এই পথেই হাটতে পারে দিল্লি প্রশাসন। ই-বাস ও সিএনজি চালিত বাস ছাড়া যেকোনও বাসই বন্ধ। এমনকি পরিস্থিতি বেগতিক হলে কৃত্রিম বৃষ্টির ভাবনা চিন্তাও করছেন মন্ত্রী গোপাল রাই।

Related Articles