মুখাবয়ব নকল করার বদভ্যাস বাড়ছে, ডিপফেক রুখতে কড়া আইন আনছে কেন্দ্র
Strict laws to prevent deepfake

The Truth of Bengal: আধুনিক প্রযুক্তির যুগে মুখাবয়ব নকল করার বদভ্যাস বাড়ছে। যারজন্য গ্ল্যামার জগতের বিখ্যাত ব্যক্তিত্ব থেকে রাজনীতির প্রথম সারির নেতা,সবাই বিপাকে পড়েছেন। রশ্মিকা মান্দানা,করিশ্মা কাপুর থেকে অমিতাভ বচ্চন সবাই ডিপফেকের জন্য বিড়ম্বনায় পড়েন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখাবয়বও নকরল করার অভিযোগ উঠেছে।
ছবিতে স্পষ্ট হয়,উদ্দামভাবে মোদি গরবা নাচ করছেন। বীরক্ত প্রধানমন্ত্রী তাই এই ডিপফেক নিয়ন্ত্রণে আনার জন্য তথ্যপ্রযুক্তি মন্ত্রককে নির্দেশ দেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো আইন আনার কথাই বললেন।সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ডিপফেক বিষয়টি গুরুতর হয়ে উঠেছে । ‘ইন্টারমিডিয়ারি রুলস’ বা মধ্যস্থতাকারী সংস্থার নিয়মাবলিতে সংশোধন আনা হচ্ছে। এর ফলে ভুয়ো তথ্য চিহ্নিত করে দ্রুত মুছে ফেলার দায় আরও বেশি করে সমাজমাধ্যম মঞ্চগুলির উপরে বর্তাবে।