দেশ

নিট পরীক্ষার প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপ, ২৬ এমবিবিএস পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত কমিশনের

Strict action against NEET exam question leak, Commission decides to expel 26 MBBS students

Truth Of Bengal: রবিবার দেশ জুড়ে চলে নিট পরীক্ষা। আর সেইসময় নিট ২০২৪ প্রশ্নফাঁস কাণ্ডে কড়া পদক্ষেপ নিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। ২৬ জন এমবিবিএস পড়ুয়াকে অবিলম্বে বহিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে ওই শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন ১৪ জনের ভর্তি বাতিল করল ন্যাশনাল মেডিক্যাল কমিশন।

এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, চিকিৎসা শিক্ষা পরিকাঠামোকে অবমাননা করার দায়ে ন্যাশনাল মেডিকেল কাউন্সিল নির্দেশ জারি করেছে যার অধীনে অভিযুক্ত ২৬ জন এমবিবিএস শিক্ষার্থীকে অবিলম্বে বরখাস্ত করা হবে। জানা গিয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্তে উঠে আসা তথ্য ও প্রমাণের ভিত্তিতেই ন্যাশনাল মেডিকেল কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।

এখনও এই অনুসন্ধানকারী সংস্থা নিট ইউজি ২০২৪-এর প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্ত চালাচ্ছে। বলা বাহুল্য, ন্যাশনাল টেস্টিং এজেন্সির ইউএফএম কমিটি প্রশ্নফাঁসের  মামলাগুলি বিস্তারিতভাবে যাচাই করছে। এর ফলেই ৪২ জন শিক্ষার্থীরা ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সাল পর্যন্ত নিট ইউজি পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন না। এছাড়া ২০২৫ ও ২০২৬ সেশনের জন্য নয়জন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই আবহে এবার ২৬ জন এমবিবিএস পড়ুয়াকে বহিষ্কার  সহ ১৪ জনের ভর্তি বাতিল করল কমিশন।

উল্লেখ্য, ২০২৪ সালে নিট ইউজি পরীক্ষায় ৭২০-তে ৭২০ নম্বর পাওয়া মোট ৬৭ জন পরীক্ষার্থীকে ঘিরে প্রথমে বিতর্ক শুরু হয়। এই নম্বর সন্দেহ বাড়িয়ে দেয়। তদন্তে নামে এনটিএ এবং সিবিআই। এরপরই নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও দুর্নীতির অভিযোগ ওঠে। সেইসঙ্গে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ। সম্প্রতি  নিট ইউজি প্রশ্নপত্র ফাঁসে মূল অভিযুক্ত সঞ্জীব মুখিয়াকে গ্রেফতার করেছে বিহার পুলিসের অর্থনৈতিক অপরাধদমন ইউনিট (ইওইউ)। এই আবহে এবার নিট ২০২৫ পরীক্ষার দিনই প্রশ্নপত্র ফাঁস নিয়ে কড়া পদক্ষেপ নিল ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)।

Related Articles