মহারাষ্ট্রে স্থায়ী সরকার আসায় চাঙ্গা শেয়ার বাজার, বাণিজ্যনগরীতে খুশির হাওয়া
Stock market buoyed by stable government formation in Maharashtra, happy atmosphere in commercial city

Truth Of Bengal: মহারাষ্ট্রে ক্ষমতায় বসতে চলেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। ৩০নভেম্বরের মধ্যে মহারাষ্ট্রে সরকার গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ বদলের রাজনীতিতে ভরসা রাখে বিজেপি। অমিত শাহ প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে মারাঠাবাসীদের নতুন মুখ্যমন্ত্রী উপহার দেওয়া হবে। সেইমতো একনাথ সিন্ধের জায়গায় দেবেন্দ্র ফড়নবিশ আসতে পারেন বলে জল্পনা চলছে।
মহারাষ্ট্রের মসনদে বসতে পারেন ফড়নবিশ। বিজেপির একাধিপত্যের জেরে সংঘঘনিষ্ঠ ফড়নবিশের পাল্লা ভারী। উল্লেখ্য, ২৮৮টি মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি জোটের দখলে রয়েছে ২৩৫ টি আসন। বিজেপি একাই পেয়েছে ১৩২টির কাছে আসন। মহারাষ্ট্রে স্থায়ী সরকার আসায় বাজারে তার প্রভাব দেখা গেল।সোমবার বাজার খুলতেই বাণিজ্যনগরীতে চাঙ্গা হয়ে পড়ে শেয়ারবাজার।
বিএসই সেনসেক্সের সূচক ১২০০পয়েন্ট বাড়ে। বাজার খোলার সঙ্গে সঙ্গে তা গিয়ে দাঁড়ায় ৮০,১৯৩.৪৭ পয়েন্টস। একই সঙ্গে নিফটি ৫০পয়েন্টস বাড়ে। বাজার খোলার সঙ্গে সঙ্গে নিফটি ৩৪৬.৩০ পয়েন্টসের বেশি গিয়ে দাঁড়ায়। শুক্রবার, ২২ নভেম্বর ৭৯,১১৭.১১ পয়েন্টে বন্ধ হয় বম্বে স্টক এক্সচেঞ্জ। এর শেয়ার সূচক সেনসেক্স ১,৯৬১.৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সেই বৃদ্ধির হার প্রায় ২.৫৪ শতাংশ।
সকালে বাজার খোলার সময়ে ৭৭,৩৪৯.৭৪ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের মধ্যে সর্বোচ্চ৭৯,২১৮.১৯ পয়েন্টে ওঠে। তাই স্থায়ী সরকার ক্ষমতায় আসার পর বাজারের এই চনমনে দশায় আশায় বুক বাঁধছে ব্যবসায়ীরা। শিল্প-বাণিজ্যনগরীতে এখন খুশির হাওয়া বইছে।আশা করা হচ্ছে,নতুন সরকার ক্ষমতায় বসলে, নামীদামী কোম্পানির বিনিয়োগও বাণিজ্য বিস্তার বাড়বে। তাই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার জনতার প্রত্যাশা কতটা পূরণ করতে পারে তাও লক্ষ্যণীয়।