দেশ

হেপাটাইটিস-বি প্রতিরোধে ঐতিহাসিক সাফল্য রাজ্যের, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

State's historic success in hepatitis B prevention, Chief Minister's greetings

Truth Of Bengal : পশ্চিমবঙ্গের মুকুটে নয়া পালক। হেপাটাইটিস বি প্রতিরোধ কর্মসূচিতে এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে রাজ্য। সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে, রাজ্যে হেপাটাইটিস বি সংক্রমণের হার ০.০৭%, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানদণ্ডের তুলনায় অনেক কম। এই সাফল্যের জন্য সকল স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২২ সালে রাজ্য সরকার বৃহৎ আকারে গণহারে টিকাকরণ কর্মসূচি শুরু করে, যেখানে প্রসূতি ও সদ্যোজাতদের টিকা দেওয়া হয়। এই উদ্যোগের ফলস্বরূপ, দেশে প্রথমবার হেপাটাইটিস কন্ট্রোল প্রোগাম চালু হয়, যার আওতায় ৫ বছরের নিচের শিশুদের মধ্যে সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের সাফল্য প্রত্যাশার চেয়ে বেশি ভালো। আগামীতে এই কর্মসূচি আরও জোরালোভাবে বাস্তবায়ন করা হবে, যাতে রাজ্যে হেপাটাইটিস বি নির্মূল করা সম্ভব হয়।” তিনি সাধারণ মানুষের প্রতি সতর্ক থাকার আহ্বানও জানান।

এই সাফল্য বাংলার স্বাস্থ্য খাতের জন্য একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং দেশের অন্যান্য রাজ্যগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা যা করছেন, তা দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Related Articles