দেশ

৫ বছরে ২২, ২১৭ নির্বাচনী বন্ড বিক্রি, সুপ্রিমকোর্টে হলফনামা স্টেট ব্যাঙ্কের

State Bank of India filed an affidavit as directed by the Supreme Court

The Truth of Bengal: অবেশেষে সুপ্রিমকোর্টের নির্দেশে হলফনামা দাখিল করলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।সেই হলফনামায় স্টেট অব ইন্ডিয়া জানিয়েছে,উনিশের ১এপ্রিল থেকে এবছরের ফেব্রুায়ি পর্যন্ত ২২,২১৭টি নির্বাচনী বন্ড সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে রাজনৈতিক দলগুলি ২২,০৩০টি বন্ডের অর্থ সংগ্রহ করেছে।বাকি ১৮৭টি বন্ডের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা পড়েছে।দেশবাসী প্রতিক্ষায় রয়েছে,কোন দল কত অর্থ নিয়েছে,ভোটের আগে সেটাই দেশবাসী জানার জন্য উদগ্রীব। সুপ্রিমকোর্টের ধমক আর তিরস্কারের মুখে,নড়েচড়ে বসে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। আদালতের নির্দেশমতো মঙ্গলবারের আগেই নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য দিতে বাধ্য হয়। এবার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে স্টেট ব্যাঙ্ক জানাল,নির্বাচনী বন্ড থেকে কত টাকা এসেছে।

স্টেট ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুসারে, ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২৪-এর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২২, ২১৭টি নির্বাচনী বন্ড সংগ্রহ করা হয়েছে।স্টেট ব্যাঙ্কের মুখ্য ম্যানেজিং ডিরেক্টর দীনেশ খাঁড়া জানিয়েছেন,  ইতিমধ্যে রাজনৈতিক দলগুলি ২২,০৩০টি বন্ডের অর্থ সংগ্রহ করেছে। বাকি ১৮৭টি বন্ডের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ  আরও জানিয়েছে, দুটি পাসওয়ার্ড সুরক্ষিত পিডিএফ ফাইল-সহ একটি পেনড্রাইভ নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে।

নির্বাচনী বন্ডের সমস্ত তথ্য এখন কমিশনের কাছে প্রদান করা হয়েছে।সেখানে কবে কী পরিমাণ ইলেক্টোরাল বন্ড কেনা হয়,তার তারিখ উল্লেখ রয়েছে।এমনকি কোন ব্যবস্থা বা সংস্থা সেই বন্ড লেনদেনে যুক্ত তাও তথ্যে স্পষ্ট।একইসঙ্গে কোন রাজনৈতিক দল এই বন্ড কিনেছে তাও কমিশনের কাছে দেওয়া তথ্যে জানা যাবে। তাই এই এই অবস্থায় দেশবাসী জানতে চায়,কোন দল কত অর্থ পেয়েছে। লোকসভা নির্বাচনের আগে সিএএ ইস্যুর থেকেও এই ইলেক্টোরাল বন্ড বড় রাজনৈতিক বিষয় হয়ে উঠতে পারে। তাতে বিজেপি বনাম বিরোধীদের তরজায় তুফান ওঠার সম্ভাবনা।

Related Articles