দেশ

নয়াদিল্লি স্টেশনে ফের ভিড়ের চাপে পদপিষ্টের আশঙ্কা, আতঙ্কে যাত্রীরা

Stampede at New Delhi Railway Station, Passengers Panic

Truth of Bengal: নয়াদিল্লি স্টেশন আবারও প্রবল ভিড়ের কারণে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। রবিবার রাতে পরপর পাঁচটি দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ায় ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মে অস্বাভাবিক ভিড় জমে যায়। দিল্লি পুলিশ জানিয়েছে, পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও কোনও দুর্ঘটনা ঘটেনি।

দিল্লি পুলিশের সূত্রে খবর, শিবগঙ্গা এক্সপ্রেস, স্বতন্ত্রতা সেনানি এক্সপ্রেস, জম্মু রাজধানী এক্সপ্রেস, লখনউ মেল এবং মগধ এক্সপ্রেস নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়ে। এর ফলে প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পরিস্থিতি জটিল হয়ে উঠলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়।

কুম্ভমেলার সময় ঘটে যাওয়া পদপিষ্টের ঘটনার কথা মাথায় রেখে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। কিছু ট্রেন ছেড়ে দেওয়ার পর ভিড় কিছুটা নিয়ন্ত্রণে আসে। দিল্লি পুলিশের দাবি, মূল সমস্যা হয়েছিল ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মে, তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনও বিপর্যয় ঘটেনি।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নয়াদিল্লি স্টেশনে ভিড় ছিল ঠিকই, তবে পদপিষ্ট হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই ছিল।

প্রসঙ্গত, কুম্ভমেলা চলাকালীন নয়াদিল্লি স্টেশনেই ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছিল, যেখানে ১৮ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর রেলের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা হয়। তবে এবার রেল এবং পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।

Related Articles