বরফের চাদরে ঢাকল উত্তর- পূর্ব সিকিম, খুশি পর্যটকেরা
Snowfall start Northeast Sikkim, tourists happy

Truth Of Bengal: বরফের চাদরে ঢাকল উত্তর এবং পূর্ব সিকিম। তাতে বেশ আনন্দিত পর্যটকেরা। শনিবার সকাল থেকে উত্তর সিকিমে লাচুং ও পূর্ব সিকিমের সোংমোতে শুরু হয়েছে তুষারপাত। আর এই তুষারের পরিমাণ এতটাই বেশি ছিল যে রাস্তা থেকে শুরু করে বাড়িঘর গাড়ি সমস্তটাই বরফের চাদরের ঠেকে যায়।
সিকিম প্রশাসন সূত্রে খবর, এদিন একাধিক জায়গায় তুষারপাত হয়েছে। যার কারণে বেশ কিছু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তবে পর্যটক ও সাধারন মানুষের কথা মাথায় রেখে সে সমস্ত রাস্তা দ্রুত পরিষ্কার করা হচ্ছে। এখান থেকে একথা বলা যায়, বর্তমানে ভিড়ে ঠাসা সিকিমে তুষারপাত নিয়ে কোন ঝুঁকি নিতে নারাজ সিকিম প্রশাসন।
উল্লেখ্য, একদিকে যেমন সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করে তেমনি তুষারপাত উপভোগ করতেও পর্যটকরা ছোটেন সেখানে। ফলে পেঁজা তুলোর মতো এই বরফ বৃষ্টি যেন পর্যটকদের কাছে উপরি পাওনা। সেইসঙ্গে এইমুহুর্তে সিকিমে পড়েছে জাঁকিয়ে শীত। আর এইসময়তেই সিকিম জুড়ে শুরু তুষারপাত। বলা বাহুল্য, শুক্রবার আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতার সম্ভাবনা রয়েছে। এরপরেই শনিবার সেই সম্ভাবনাই হল সত্যি।