দেশ

স্বল্প সঞ্চয়ে সুদে ‘কৃপণ’ কেন্দ্র 

RBI ON Small Savings

The Truth of Bengal:  চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিক শুরু হতে চলেছে। সেই ত্রৈমাসিক শুরু হওয়ার আগেই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার ঘোষণা করা হল। দুর্গাপুজোর ঠিক আগে মাত্র একটি প্রকল্পে সুদের হার বাড়ল। শুধুমাত্র পোস্ট অফিসের ৫ বছরের রেকারিং ডিপোজিটের সুদের হার ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হলেও জনপ্রিয় পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা-সহ কিষান বিকাশ পত্রের সুদের হারে কোনও পরিবর্তন করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র স্বল্প সঞ্চয়ে সুদের হার না বাড়ানোর কারণেই সাধারণ পরিবারগুলি সঞ্চয়ে উৎসাহ হারাচ্ছে। এই অবস্থা জারি থাকলে আগামিদিনে পরিবারগুলির সঞ্চয় আরও কমবে।

শুক্রবার চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের (অক্টোবর থেকে ডিসেম্বর) সুদের হার ঘোষণা করেছে অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দপ্তর। পাঁচ বছরের রেকারিং আমানতের সুদের হার ৬.৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬.৭ শতাংশ করা হয়েছে। সুদের হার ২০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। যেখানে বিভিন্ন মেয়াদের পোস্ট অফিস জমা প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। নতুন সুদের হার ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, এক বছরের মেয়াদি জমায় সুদের হার ৬.৯ শতাংশ হচ্ছে ও দুই বছরের মেয়াদি জমায় সুদের হার ৭ শতাংশ অপরিবর্তিত থাকছে। তাছাড়া সেভিংস অ‌্যাকাউন্ট (৪.০ শতাংশ), ৩ বছরের মেয়াদি জমা (৭.০ শতাংশ), ৫ বছরের মেয়াদি জমা (৭.৫ শতাংশ), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (৮.২ শতাংশ), মাসিক আয় প্রকল্প (৭.৪ শতাংশ), ন‌্যাশনাল সেভিংস সার্টিফিকেট (৭.৭ শতাংশ), পিপিএফ স্কিম (৭.১ শতাংশ), কিষান বিকাশ পত্র (৭.৫ শতাংশ) এবং সুকন‌্যা সমৃদ্ধি যোজনায় (৮ শতাংশ) সুদের হার আগের ত্রৈমাসিকের মতোই অপরিবর্তিত থাকছে।

Free Access

Related Articles