দেশ

জোটের সাফল্য কামনায় আন্তরিক-উদার, খাড়গেকে ‘মুখ’ দেখতে চেয়ে বোঝালেন মমতা

Sincere-generous in wishing the success of the alliance, Mamata convinced Kharge to see his 'face'

The Truth Of Bengal : একদিকে মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মোদিকে সামনে রেখে তৃতীয় বারের জন্য ভোটে লড়তে চলেছে বিজেপি। অন্যদিকে বিজেপিকে মোকাবিলা করবে ‘ইন্ডিয়া’ জোট। মঙ্গলবার দিল্লিতে চতুর্থ বৈঠক হওয়ার আগে পর্যন্ত এই জোটের সেই অর্থে কোনও মুখ ছিল না। যা নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছিল ইন্ডিয়া জোটকে। চতুর্থ বৈঠকেও যে কোনও মুখ নির্ধারণ করা হয়েছে, ব্যাপারটা এমনও নয়। তবে জোটের মুখ তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রস্তাবে সহমত হয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। জানা যাচ্ছে, আরও কয়েকটি দল মমতার প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করলেও জোট এখনও তাতে সিলমোহর দেয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী এই প্রস্তাব দেওয়ায় বিষয়টি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রীর উল্টোদিকে কোনও মুখ নেই। এই কথা বলে খোঁচা দিয়ে আসছে বিজেপি। যা বিড়ম্বনা বাড়াচ্ছে ইন্ডিয়া জোটের। ফলে প্রধানমন্ত্রী পদপ্রার্থী না হলেও অন্তত জোটের মুখ হিসেবে কাউকে সামনে রাখার একটা বাধ্যবাধকতা সামনে চলে আসছে ইন্ডিয়া জোটের। ফলে একটা মুখ এবার সামনে রাখতেই হবে। আর সেই মুখ কে হতে পারেন, তা বলে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ইন্ডিয়া জোটের অন্যতম বড় দল কংগ্রেস। ফলে জোটের মধ্যে কংগ্রেসের প্রভাব সবচেয়ে বেশি থাকার কথা। সদ্য শেষ হওয়া চারটি বড় রাজ্যের বিধানসভা নির্বাচনে তেলেঙ্গানায় জয় পেলেও নিজেদের হাতে থাকা রাজস্থান ও ছত্তিশগড় হারিয়েছে কংগ্রেস। এক্ষেত্রে তাদের একলা চলো নীতিকে দুষছে জোট শরিক একাধিক দল। ফলে কিছুটা হলেও চাপে আছে কংগ্রেস। কংগ্রেসের পর ইন্ডিয়া জোটে অন্যতম বড় দল তৃণমূল কংগ্রেস। তাই স্বাভাবিক ভাবেই জোটের মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েও আলোচনা হয়েছে রাজনৈতিক মহলে। তবে তৃণমূলের তরফে তেমন দাবি করা হয়নি কখনও। বরং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চান, ইন্ডিয়া জোট আরও পোক্ত হোক। মতান্তর দূরে সরিয়ে আরও ঐক্যবদ্ধ হোক।

বিজেপিকে হারাতে এই চাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় কতটা আন্তরিক, তা তিনি এবার বুঝিয়ে দিলেন। তাঁকে কেউ কেউ জোটের মুখ হিসেবে চাইলেও তিনি জোটের মুখ চাইছেন মল্লিকার্জুন খাড়গেকে। মমতার এই চাওয়ায় তাঁর রাজনৈতিক উদারতা আবার সামনে চলে এল। নেতা বা মুখ হওয়া লক্ষ্য নয়, মমতা চান বিজেপিকে হারাতে। আর সেই লক্ষ্যে তিনি কতটা আন্তরিক, কতটা উদার তা দেখিয়ে দিলেন।

 

FREE ACCESS

 

 

Related Articles