সিকিমে আটক পর্যটকদের উদ্ধারে সেনা, যোগাযোগের জন্য প্রকাশ করা হল হোয়াসট অ্যাপ নম্বর
এখনও পর্যন্ত ১৯টি দেহ উদ্ধার করা হয়েছে

The Truth of Bengal: প্রবল বর্ষণ ও তিস্তার ভয়াল দাপটে বিপর্যস্ত সিকিমের একটা অংশ। মঙ্গলবার রাতে একটি হ্রদ ফেটে হড়পা বান দেখা দেয়। তার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর সিকিম। লাচেন লাচুংয়ে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। তাঁদের উদ্ধার করতে ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে সেনা।
তিস্তার গর্ভে তলিয়ে গিয়েছে রাস্তা, বাড়ি ঘর সেনা ছাউনি। গ্রাস করেছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। মৃতের সংখ্যা বাড়ছে। প্রশাসনিক সূত্রের খবর এখনও পর্যন্ত ১৯টি দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এখনও শতাধিক। এদিকে লাচেন, লাচুংয়ে আটকে থাকা পর্যটকদের উদ্ধার করতে এয়ারলিফ্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেনার তরফে। সূত্রের খবর, বিলম্বিত বর্ষার মরসুমে অনেকেই ঝুঁকি নিয়ে সিকিমে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আচমকা দুর্যোগ ও বিপর্যয় নেমে আসায় অনেকেই আটকে পড়েন। তিস্তার দাপটে রাস্তার একটা বড় অংশ ভেঙে যাওয়ায়, যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ফলত, বায়ুসেনার হেলকপ্টারের মাধ্যমেই আটকে থাকা পর্যটকদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
সেনাসূত্রের খবর, বহু পর্যটকই বিভিন্ন জায়গা আটকে রয়েছেন, তাঁদের সঙ্গে পরিজনদের যোগাযোগ করাতেই একটি হোয়াটস অ্যাপ নম্বর চালু করা হয়েছে। সেটি হল ৯৯০৬২০০২০৫
সেনার তরফে জানানো হয়েছে, সিকিমের লাচুং ও লাচেনে যত পর্যটক আটকে রয়েছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। দ্রুত তাদের উদ্ধার করার চেষ্টা করা হবে। আটক পর্যটকদের সঙ্গে পরিজনদের কথা বলানোর ব্যবস্থা করা হচ্ছে। জানানো হয়েছে, ৯৯০৬২০০২০৫ নম্বরে যোগাযোগ করলে, নিখোঁজ বা আটকে পড়া পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেবে সেনাবাহিনী।
এদিকে উদ্ধারকাজের জন্য তিন বায়ুসেনার হেলিকপ্টার নামানো হয়েছে। হেলিকপ্টারেই ত্রাণ সামগ্রীও বিলি করা হচ্ছে। তবে মেঘলা আকাশ, কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধারকাজ ঠিকঠাক ভাবে করা যাচ্ছে না। সেনার তরফে জানানো হয়েছে, বয়স্ক ও আহতদের উদ্ধার এবং তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করাই প্রধান লক্ষ্য।