রাস্তা না ছাড়ার অপরাধে গুলি! যোগীরাজ্যে খুন কৃষকনেতা সহ ৩
Shot for not leaving the road! Farmer leader among 3 killed in Uttar Pradesh

Truth of Bengal: উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সামান্য রাস্তার বিবাদ থেকে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন কৃষকনেতা পাপ্পু সিং, তাঁর ছেলে অভয় সিং এবং ভাই রিঙ্কু সিং।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফতেহপুর জেলার হাতগাম থানার তাহিরাপুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বাইকে করে কোথাও যাচ্ছিলেন পাপ্পু সিং ও তাঁর পরিবার। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে ট্রাক্টর করে আসছিলেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান মন্নু সিং ও তাঁর সঙ্গীরা। অভিযোগ, ট্রাক্টরকে রাস্তা না ছাড়ায় পাপ্পু সিংয়ের সঙ্গে বচসায় জড়ান মন্নু সিং। এর কিছুক্ষণ পরই হঠাৎ গুলি চালানো হয় বাইক আরোহীদের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
এই ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ মৃতদেহ উদ্ধার করতে এলে স্থানীয় মানুষ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখান। পুলিশকে ক্ষোভের মুখে পড়তে হয়।
জানা গেছে, পাপ্পু সিংয়ের মা রামদুরালি সিং বর্তমানে ওই এলাকার পঞ্চায়েত প্রধান। তাঁদের পরিবারের সঙ্গে মন্নু সিংয়ের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। তদন্তকারীরা মনে করছেন, এই পুরনো বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর মন্নু সিং সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় যাতে আর কোনো অশান্তি না ছড়ায়, সেজন্য ফতেহপুরের পুলিশ সুপার অতিরিক্ত বাহিনী নিয়ে এলাকায় পৌঁছান। এলাকাজুড়ে চলছে পুলিশ টহল ও তদন্ত।