ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ! নিষিদ্ধ হল একাধিক ওয়েবসাইট
Several websites have been banned from regulating cryptocurrency

The Truth Of Bengal : ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। নিষিদ্ধ করা হল একাধিক ওয়েবসাইট। Binance, Kucoin, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global এবং Bitfinex-এর মতো জনপ্রিয় ওয়েবসাইচগুলি নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সূত্রে খবর, ১২ জানুয়ারি থেকেই ওই ওয়াবসাইটগুলিকে নিষিদ্ধ করা হয়েছে।
ভারতের আর্থিক লেনদেন সংক্রান্ত আইন না মানায় শোকজ করা হয়েছে ওয়েবসাইটগুলিকে। প্রসঙ্গত, ভারতে অবৈধ কার্যকলাপ চালানোয় গত বছর ২৮ ডিসেম্বর শোকজ নোটিস পাঠানো হয়েছিল Binance, Kucoin, Houbi, Kraken, Gate.io, Bittrex, Bitstamp, MEXC Global এবং Bitfinex-এর মতো ওয়েবসাইটগুলিকে। দেশের কর ব্যবস্থা না মানার অভিযোগ উঠেছিল এই সমস্ত ক্রিপ্টোকারেন্সি লেনদেনকারী ওয়েবসাইটগুলির বিরুদ্ধে।
তবে শোকজ করা হলেও ওয়েবসাইটগুলির তরফে কোনরকম জবাব না মেলায় শেষ পর্ষন্ত ওয়েবসাইটগুলিতে নিষিদ্ধ করা হয় কেন্দ্রের তরফে। আসলে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দুর্নীতি দৌরাত্ম বেড়েই চলেছিল। অবৈধ লেনদেন কমাতেই সরকারের এই কড়া পদক্ষেপ।
FREE ACCESS