দেশ

আইসক্রিমে মেলা আঙুল নিয়ে চাঞ্চল্যকর তথ্য পুলিশের, কী জানাল পুলিশ?

Sensational information of the police about fair fingers in ice cream, what did the police say?

The Truth Of Bengal : মুম্বইতে আইসক্রিমের মধ্যে কাটা আঙুল পাওয়ার ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। এমনিতেই এই ঘটনাটি বেশ সাড়া ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আরেক তথ্য ঘিরে বাড়ল উন্মাদনা। এবারে সবার মনে নিশ্চয়ই কৌতূহলের বীজ বপণ শুরু হয়ে গিয়েছে? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কি সেই তথ্য? সম্প্রতি পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, মুম্বাইয়ের একজন ব্যক্তির দ্বারা অর্ডার করা আইসক্রিমের মধ্যে যে আঙুলটি পাওয়া গিয়েছিল তা ছিল ওই আইসক্রিম কারখানায় কর্মরত একজন কর্মচারীর।

ঘটনাটি কী?

মালাডের শহরতলীতে বসবাসকারী একজন মহিলা yummo থেকে আইসক্রিম অনলাইনে অর্ডার দিয়েছিলেন। এরপর কিছুক্ষণের মধ্যেই একজন ডেলিভারি বয় সেই আইসক্রিমটি ডেলিভারি করে দিয়ে যায় ওই মহিলার কাছে। এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু আইসক্রিমের প্যাকেটটি খুলতেই চক্ষু চড়কগাছ! আইসক্রিমের ভেতর থেকে উঁকি দিচ্ছে একজন মানুষের আঙুল। যা দেখে রীতিমত হতবাক হয়েছেন ওই আইসক্রিমের ক্রেতা। এরপর রীতিমতো বিরক্ত হয়ে ওই ক্রেতা আইসক্রিমটি নিয়ে মালাড থানায় দৌড়ে যান অভিযোগ জানাতে। খাদ্যে ভেজাল এবং মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে এখন yummo এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে। ফরেনসিকের জন্য আইসক্রিমটি এবং ওই মানুষের আঙুলটি পাঠানো হয়েছে পুলিশের তরফে।

এরপর পুলিশি তদন্তে জানা যায়, কারখানার কর্মরত এক কর্মচারী কর্মরত থাকাকালীন সম্প্রতি তার আঙুলে একটি চোট পেয়েছিলেন তিনি। এই তথ্য জানার পর পুলিশ ওই কর্মীর ডিএনএ নমুনা ফরেনসিক সাইন্স ল্যাবরেটরীতে পাঠিয়েছিল। পরে জানা যায় ওই কর্মচারীর আঙুলটি- ই হল ক্রেতার আইসক্রিমে পাওয়া ওই কাটা আঙুল।

অনলাইনে অর্ডার দেওয়া একটি আইসক্রিমের মধ্যে মানুষের আঙুল পেয়েছিলেন এক মহিলা। থানায় অভিযোগ ও দায়ের করা হয়েছিল। সেই ঘটনার পরই পুনের গ্রামীনে উৎপাদনকারী ইউনিটটি বন্ধ করে দিয়েছিল FSSAI। এরপরই ফরচুন ডেয়ারি ইন্ডাস্ট্রিজ এর প্রাঙ্গণটি একটি নির্জন জায়গায় পরিণত হয়েছিল। শুক্রবার থেকে সেখানে পরিদর্শন শুরু করেছিল FSSAI। অবশেষে শনিবার পরিদর্শন শেষে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। এরপর শুরু হয় পুলিশি তদন্ত।
আইসক্রিমটি ছিল ওয়াকো কিউএসআর কোম্পানি প্রাইভেট লিমিটেডের ইউম্মোর। এদের আউসক্রিমের উৎপাদন ইউনিটটি পুণের ইন্দাপুরের লনি দেওকার এলাকায় মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন এর শিল্প ক্লাস্টারে। পুণে শহর থেকে এটি প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত।

Related Articles