আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা, গ্রহণ করল সুপ্রিমকোর্ট,মঙ্গলে শুনানি
Self-initiated case in Rg kar case, accepted by Supreme Court, hearing on Tuesday

Truth of Bengal: আরজিকর মেডিক্যাল কলেজও হাসপাতালে তরুণী চিকিত্সককে নির্যাতনও খুনের ঘটনায় নয়া মোড়।এবার এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালত।আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হবে।প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি হবে।
BREAKING: Supreme Court takes suo motu cognisance of recent rape and murder incident at RG Kar Medical College Hospital where a 31-year-old resident doctor was found dead on August 9.#SupremeCourtOfIndia #SupremeCourt #RGKarHospital #RGKarMedicalCollegeHospital #RGKARMEDICAL… pic.twitter.com/KNzDlzq5WM
— Bar and Bench (@barandbench) August 18, 2024
এর আগে গত বৃহস্পতিবার দুজন কর্মরত আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি লেখেন।তাঁরা আবেদন করেন,দ্রুত মামলা বিবেচনার জন্য গ্রহণ করা হোক।তাঁরা আবেদন জানান,যেখানে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিত্সককে নির্যাতনের ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। দেশের মানুষের বিচার করার ভার রয়েছে সুপ্রিমকোর্টের ওপর।এখন সুপ্রিমকোর্টের বিষয়টি মামলার জন্য গ্রহণ করা প্রয়োজন। একজন চিকিত্সকের জীবন স্তব্ধ করে দেওয়ার এই সুগভীর চক্রান্ত সর্বসমক্ষে আসা দরকার বলেও আবেদনকারীরা জানান। তরুণী চিকিত্সকের মৃত্যু যাতে ব্যর্থ না হয় তার দেখার আর্জি জানান আইনজীবীরা।যাতে আগামীদিনে আর কোনও মহিলাকে এই ধরণে যন্ত্রণা নিয়ে মরতে না হয় তা বিচার চেয়ে তাঁরা কলম ধরেন। তাই সুবিচার প্রদান নিশ্চিত করতে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল বলে মনে করা হচ্ছে।
দুই আইনজীবী আবেদন করেছেন,এখন সময় এসেছে স্পষ্ট বার্তা দেওয়ার।অপরাধীদের যাতে কঠোরতম শাস্তি হয়,সেজন্য সারা দেশের চিকিত্সকসমাজ আবেদন করেছে।এই অবস্থায় সমাজে আলোর দিশা দেখাতে শীর্ষ আদালত কী মতামত ব্যক্ত করে তাই দেখার। এই নৃশংসতম হত্যাও নির্যাতনের ঘটনায় কিনারা করতে সুপ্রিমকোর্টের মামলা গ্রহণের ঘটনা যে জাতীয় স্তরে আলাদা মাত্রা যোগ করেছে তা বলাই যায়।