দেশ

‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র দ্বিতীয় দিন, মণিপুরের সেকমাই থেকে জনসংযোগে কংগ্রেস নেতা

Second day of Bharat Jodo Nyaya Yatra

The Truth of Bengal: মোদির প্রচারে নামার আগেই ময়দানে রাহুল। ভারত জোড়ো ন্যায় যাত্রার আজ দ্বিতীয় দিন। মণিপুরের সেকমাই থেকে আজ যাত্রা শুরু কংগ্রেস নেতার। দ্বিতীয় ‘ভারত জোড়ো’য় দেশের পূর্ব এবং পশ্চিমকে ‘জুড়তে চায়’ কংগ্রেস। মণিপুরের থৌবল জেলা থেকে শুরু হয় এই যাত্রা। ৬৭ দিন ধরে ১৫টি রাজ্যের ১১০টি জেলা ছুঁয়ে মার্চের ২০-২১ তারিখে মুম্বইয়ে পৌঁছে এই যাত্রা শেষ হবে।  প্রথম ‘ভারত জোড়ো’-র মতো সম্পূর্ণ পথ পায়ে হেঁটে নয়, খানিক পায়ে হেঁটে এবং খানিক  বাসে চেপে এই যাত্রায় শামিল হবেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

তবে এ দিন যাত্রার উদ্বোধনী পর্বে কেন্দ্রের বিজেপি সরকারকে মণিপুর সমস্যার সমাধান করতে না পারার জন্য তীব্র আক্রমণ করেন রাহুল। তবে যাত্রার শুরুটা খুব একটা স্বস্তিদায়ক হয়নি কংগ্রেসের কাছে। কারণ জল্পনাকে সত্যি করে রবিবারই কংগ্রেস ছেড়ে শিবসেনা-য় যোগ দিয়েছেন মিলিন্দ দেওরা। মুরলী দেওরার পুত্রের দলবদল নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বিরুদ্ধে জনমত গড়ার কাজে বিরোধীরা। ইন্ডিয়া জোটও সংঘবদ্ধ লড়াইতে নামার পক্ষে। লোকসভার আগে বিজেপির নার্ভের চাপ বাড়ছে কতটা স্নায়ুর চাপ বাড়ছে তাই নিয়ে চলছে চর্চা।

Related Articles