দেশ

হিমাচল প্রদেশের সুন্দরী সারাহান

Sarahan is a beauty from Himachal Pradesh

The Truth Of Bengal,Mou Basu: হিমাচল প্রদেশের এক নির্জন পাহাড়ি গঞ্জ সারাহানের খ্যাতি তার গুরুত্বপূর্ণ তীর্থভূমি আর অপূর্ব সৌন্দর্যের জন্য। পাহাড় জুড়ে পাইন-ওক, ফার অরণ্যের চিরসবুজাভা আর সঙ্গে আপেল বাগানের সমাহার সারাহানের প্রকৃতিকে অন্য মাত্রা দিয়েছে। তবে সারা ভারতে সারাহানের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল এখানের প্রসিদ্ধ তীর্থস্থান ভীমাকালি মন্দির।
অতীতের বুশাহার রাজাদের রাজধানী সারাহানের প্রাচীন নাম ছিল শোনিতপুর। ভীমাকালীর মন্দির এই জনপদকে তীর্থস্থানের রূপ দিয়েছে। লোকবিশ্বাস যে এখানে সতীর কান পড়েছিল। যার জন্য এটি বিখ্যাত সতীপীঠও বটে। কাঠ ও পাথরের সংমিশ্রণে তৈরি ৩ তলা এই প্যাগোডাধর্মী মন্দিরটি হিন্দু ও বৌদ্ধ স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন। কাঠের অপূর্ব কারুকাজ গোটা মন্দির দেওয়ালেতে। বুশাহার রাজাদের কুলদেবী ভীমাকালী অধিষ্ঠিত রয়েছেন মন্দিরের সর্বোচ্চ তলে। দ্বিতীয় তলায় রয়েছেন দেবী পার্বতী। মন্দির চত্বরে আরও বেশ কিছু মন্দির রয়েছে।

মন্দিরের পাশে রয়েছে বুশাহার রাজাদের আরও এক প্রাসাদ। নাম তার শান্তিকুঞ্জ। এই প্রাসাদের কাছে রয়েছে সারাহান পক্ষীরালয়। পায়ে হেঁটে এই পাখিরালয় এলে দেখা যায় নানান রংবেরঙের বিরল প্রজাতির পাখি। এখানে শুধু পাখি দেখাই নয় শ্রীখণ্ড, গিসু-পিসুর মতো পর্বতশৃঙ্গ দৃশ্যমান। পাহাড়ি টিলার উপর দাঁড়িয়ে গোটা উপত্যকার ছবি এক কথায় অসাধারণ।

FREE ACCESS

Related Articles