দেশ

কোম্পানির লকার থেকে চুরি ২০ লক্ষ, অভিযানে গোবর থেকে উদ্ধার নগদ টাকা

Rs 20 lakh stolen from company locker, cash recovered from cow dung in raid

Truth Of Bengal: হায়দ্রাবাদ ও ওড়িশা পুলিশের অভিযানে বালেশ্বর জেলার কামারদা থানা এলাকার বদমান্দ্রুনি গ্রামে গোবরের মধ্য থেকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। হায়দ্রাবাদের একটি কৃষিভিত্তিক কোম্পানিতে গোপাল বেহেরা নামক এক ব্যক্তি কাজ করতেন। অভিযোগ, কোম্পানির লকার থেকে ২০ লক্ষেরও বেশি টাকা চুরি করেন তিনি। চুরির পর স্ত্রীর ভাই রবীন্দ্র বেহেরার মাধ্যমে তিনি ওই টাকা গ্রামে পাঠিয়ে দেন।

এই বিষয়ে দায়ের করা অভিযোগের ভিত্তিতে হায়দ্রাবাদ পুলিশের একটি দল কামরাদা পুলিশের সাথে রবীন্দ্রের বাড়িতে অভিযান চালায়। তারপর তারা গোবরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে। ওই গ্রামটি অভিযুক্তের শ্বশুরবাড়ি, সেখানে পুলিশ অফিসারদের একটি দল অভিযান চালানোর পর এই টাকা উদ্ধার হয়েছে। আপাতত অভিযুক্তের কোন খোঁজ নেই, তিনি পলাতক।

কামারদা থানার আইআইসি প্রেমদা নায়ক বলেন, গোপাল ও রবীন্দ্র দুজনেই নিখোঁজ রয়েছেন। গ্রাম থেকে তার পরিবারের এক সদস্যকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles