দেশ
Trending

বিজেপির চক্রব্যুহের কথা বলতেই প্রতিহিংসা, মোদির অঙ্গুলিহেলনে হানা দিতে চায় ইডি, বিস্ফোরক রাহুল

Revenge just talking about BJP's cycle, ED wants to attack Modi's fingers, explosive Rahul

The Truth Of Bengal: ২৯জুলাই সংসদে মোদি সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগ করে সোচ্চার হয়েছিলেন রাহুল গান্ধী। তাঁর তোপ ছিল,  একবিংশ শতাব্দীতে এক নতুন চক্রব্যূহ তৈরি হয়েছে দেশে ।অভিমন্যুর সঙ্গে যা করা হয়েছিল, যে ভাবে তাঁকে ফাঁসানো হয়েছিল চক্রব্যূহে, সেটাই দেশের সঙ্গে, দেশের যুব সমাজ, কৃষক, মহিলা এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে করা হচ্ছে।” রাহুলের যুক্তি, মহাভারতের চক্রব্যূহের রাশ ছিল ছ’জনের হাতে  দ্রোনাচার্য  , কর্ণ, কৃপাচার্য, কৃতবর্মা, অশ্বত্থামা ও শকুনি। বর্তমান সময়ে  নরেন্দ্র মোদী, অমিত শাহ , মোহন ভাগবত, অজিত ডোভাল, অম্বানি ও আদানিদের হাতে রাশ চলে  গেছে দেশের।তীক্ষ্ণ ভাষায় বিরোধী দলনেতার সেই আক্রমণ মেনে নিতে পারছে মোদি সরকার।তাই তাঁকে নিশানা করা হচ্ছে।ফন্দি আঁটা হচ্ছে ইডি-হানার। বিরোধী দলনেতার আরও অভিযোগ,গোপনে এই ইডি- হানার ষড়যন্ত্র করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী আরও লিখেছেন,ইডির শীর্ষ আধিকারিকদের একাংশ বলেছেন,গোপনে হানার ষড়যন্ত্র করা হচ্ছে।তবে তিনি যে ভয় পান  না,সেকথাও বুঝিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা।এক্সে লিখেছেন, “দুজনের কেউই চক্রব্যুহের তোপ মেনে নিতে পারেননি। ইডি-র ভিতরের খবর একটি হানাদারির পরিকল্পনা করা হয়েছে। ইডির কর্তাদের জন্য চা-বিস্কুট প্রস্তুত রেখেছি,খোলামনে স্বাগত জানাতে চাই। ‘’

কেন বিজেপি তাঁর প্রতি আক্রমণ শানাচ্ছে,তার ব্যাখাও দিয়েছেন রাহুল।রাহুল গান্ধীর স্পষ্ট কথা,দেশবাসীর সামনে বিজেপির চক্রব্যুহের কথা ফাঁস করায় তা মেনে নিতে পারছেন না মোদি –শাহরা।তাই এভাবে পিছনের দরজা দিয়ে,বিরোধীদের মুখ বন্ধের চেষ্টা চলছে।বিরোধী স্বর রুদ্ধ করার বিজেপি সরকারের ছকের বিরুদ্ধে দেশজুড়ে প্রচার জোরদার করতে চায় ইন্ডিয়া জোট। অতীতেও বিজেপি সরকারের বিরুদ্ধে ইডি-সিবিআইকে অপব্যবহারের অভিযোগ ওঠে। মূলতঃ রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয় বলে বিরোধীরা অভিযোগ করে।তার মাঝে লোকসভার বিরোধী দলনেতা নিজেই হেনস্থার অভিযোগ করায় তা নিয়ে সংসদ সরগরম হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles