দেশ

নীলগিরিতে চিতাবাঘের তাণ্ডবে আতঙ্কে বাসিন্দারা, অভিযানে বন দফতর

Residents in Nilgiris fear of leopard attack, forest department in action

Truth Of Bengal: তামিলনাড়ুর নীলগিরি জুড়ে সেখানকার বাসিন্দাদের মনে আতঙ্ক ছড়ালো একটি চিতাবাঘ। লোকালয়ে ঢুকে বাঘটি নাজেহাল করে ছেড়েছে সেখানকার বাসিন্দাদেরকে। বাড়ি থেকে নাকি হাঁস, মুরগি, কখনও বা গরু, ছাগলকে শিকার করে নিয়ে পালিয়ে যাচ্ছে। ফলে এরপর থেকেই ভয়ে সিঁটিয়ে রয়েছে নীলগিরির গুডালুর গ্রামের বাসিন্দারা। শুক্রবার ভোরের বেলা লোকালয়ে ঘুরে বেড়াতে দেখা যায় ওই চিতাবাঘটিকে।

এই ঘটনায় মুখ খুলেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই বাড়ির গরু, ছাগল এবং হাঁস, মুরগি রাতে উধাও হয়ে যাবার খবর সামনে আসছিল। তারপর তা স্থানীয়দের নজরে আসতেই এর রহস্য উদঘাটনে নেমে পড়ে তারা। এর পরই শুরু হয় রাত জাগা। আর সেই সময়েই তাদের নজরে আসে রাস্তায় একটি চিতাবাঘের চলাফেরা। লোকালয়ে চিতাবাঘ ঢুকে পড়ার খবর চারিদিকে চাউর হতেই গ্রামে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। এরপর আর সময় নষ্ট না করে তড়িঘড়ি স্থানীয়দের তরফে বন দফতরকে খবর দেওয়া হয়।

সেই খবর পেতেই বন দফতরের একটি দল চিতাবাঘটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করে। ইতিমধ্যেই, ওই চিতাবাঘটিকে বাগে আনতে পাতা হয়েছে ফাঁদও। স্থানীয়রা জানিয়েছেন এই প্রথমবার নয়, এর আগেও লোকালয়ে বেশ কয়েক বার চিতাবাঘ এবং অন্যান্য বন্য পশু ঢুকে পড়ার মতো ঘটনা ঘটেছে। শুধু রাতের বেলাতেই নয়, গত কয়েক মাস ধরে দিনের বেলাতেও লোকালয়ে চিতাবাঘ ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এরফলে আতঙ্ক বাড়ছে গ্রামবাসীদের মধ্যে। বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, লোকালয়ে খাবারের সন্ধান পেতেই বার বার বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ছে।

Related Articles