জল-কাদার সঙ্গে লড়াই উদ্ধারকারীদের, এখনও সুড়ঙ্গে আটকে শ্রমিকরা
Rescuers battle water and mud, workers still trapped in tunnel

Truth Of Bengal: তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় ‘সুড়ঙ্গ সংকট’! সেই সুড়ঙ্গে আটকে পড়া ৮ শ্রমিককে বার করতে জল ও কাদার সঙ্গে রীতিমত লড়াই করছে উদ্ধারকারীরা। আটক শ্রমিকদের কাছে পৌঁছানোর জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পের সাহায্যে প্রতি মিনিটে ৪৫০০ লিটার জল বার করা হচ্ছে। বিরাট সুড়ঙ্গের প্রায় ১৩ কিমি গভীরে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা। একটি সংবাদ সংস্থার সূত্র অনুযায়ী, শ্রমিকদের নাম ধরে ডাকা হলেও পাল্টা কোনও সাড়া পাওয়া যায়নি।
এই মুহুর্তে উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২৪৮ জন সদস্য। পাশাপাশি ভারতীয় সেনার ২৪ জন সদস্যও রয়েছেন। উল্লেখ্য, তাঁদের সহযোগিতা করতে এগিয়ে আসেন ভারতীয় সেনার ২৪ জন সদস্য। পাশাপাশি, তাঁদের সহায়তা করতে এগিয়ে এসেছেন স্থানীয় কয়লাখনির একটি গোষ্ঠীও।
সূত্র মারফত যা খবর, শ্রমিকদের নিকট পৌঁছানোর জন্য তিনটি পদ্ধতি নেওয়া হয়েছে। প্রথমত, কাদা ও জল বার করে। দ্বিতীয়ত, সুড়ঙ্গের উপর বরাবর গর্ত করে ভিতরে পৌঁছানো। এবং, সর্বশেষ সুড়ঙ্গের ধার থেকে গর্ত করে ভিতরে ঢোকা। কিন্তু, শেষ দুটি উপায়কে বাস্তবে করার আগে সুড়ঙ্গের প্রকৃতি দেখে নিতে চাইছেন তাঁরা।
এক প্রশাসনিক আধিকারিক সূত্রে খবর, সুড়ঙ্গের ভিতর দ্রুতগতিতে এগোনোর জন্য তাঁরা নানা চেষ্টা করছেন। উদ্ধারকাজ খতিয়ে দেখতে, সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছান তেলেঙ্গানা সরকারের মন্ত্রী জুপ্পলী কৃষ্ণ রাও।