দেশ

ভারতে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড শিনের নতুন অ্যাপ চালু করলো রিলায়েন্স রিটেইল

Reliance Retail launches new app for popular fashion brand Sheen in India

Truth Of Bengal: প্রায় পাঁচ বছর পর, চীনের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড শিন (Shein) আবার ভারতের বাজারে ফিরে এল। ভারতের বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান রিলায়েন্স রিটেইল (Reliance Retail) নতুন এক অ্যাপ চালু করেছে, যেখানে শিনের পোশাক বিক্রি হবে একটি লাইসেন্সিং চুক্তির আওতায়।

২০২০ সালে, ভারত-চীন সীমান্ত উত্তেজনার পর শিনের অ্যাপটি ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় টিকটক (TikTok) সহ একাধিক চীনা অ্যাপ নিরাপত্তা উদ্বেগের কারণে ব্লক করা হয়েছিল। শিন তখন ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়।

মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শনিবার সকাল থেকে শিন ইন্ডিয়া ফাস্ট ফ্যাশন অ্যাপ চালু করেছে। নতুন এই অ্যাপটি রিলায়েন্সের মূল ফ্যাশন প্ল্যাটফর্ম আজিও (Ajio)-তে অন্তর্ভুক্ত না করে স্বতন্ত্রভাবে চালু করা হয়েছে।

ভারত সরকার গত বছর সংসদে জানিয়েছিল যে, রিলায়েন্স ও শিনের মধ্যে একটি চুক্তি হয়েছে, যেখানে ভারতীয় নির্মাতারা শিন ব্র্যান্ডের পোশাক তৈরি করবে। তবে চুক্তির অর্থনৈতিক দিক সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, শিনের ব্র্যান্ড নাম ব্যবহারের জন্য রিলায়েন্সকে লাইসেন্স ফি দিতে হবে। তবে এতে কোনো ইকুইটি বিনিয়োগের চুক্তি নেই।

নতুন অ্যাপ খুললেই লেখা থাকছে— “The fashion OG is back” (ফ্যাশনের আসল ব্র্যান্ড ফিরে এসেছে)। প্রাথমিকভাবে দিল্লি ও মুম্বাইসহ কয়েকটি শহরে ডেলিভারি চালু হবে, পরবর্তী সময়ে তা সারাদেশে সম্প্রসারিত করা হবে।

অ্যাপে শিনের পোশাকের দাম ৩৫০ রুপি ($৪) থেকে শুরু। ভবিষ্যতে আজিও প্ল্যাটফর্মেও শিনের পোশাক পাওয়া যাবে, তবে কবে থেকে তা পাওয়া যাবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

শিন বর্তমানে লন্ডনের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করছে। এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত হওয়ার চেষ্টা করলেও চীনা সরকারের অনুমোদন সংক্রান্ত জটিলতার কারণে তারা সেই পরিকল্পনা বাতিল করে।

Related Articles