প্রেমে প্রত্যাখ্যান! রাগে তরুণীকে কোপাল যুবক, মুখে ছোঁড়া হল অ্যাসিড
Rejected in love! Young man beats up young woman in anger, throws acid in her face

Truth Of Bengal: ভালোবাসার প্রকাশ হতে পারত এক সুন্দর গল্পের শুরু, কিন্তু তা পরিণত হলো এক বিভীষিকাময় অধ্যায়ে। প্রেমদিবসে এক তরুণ প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তাঁর সহপাঠীকে। কিন্তু তরুণী সেই প্রস্তাব ফিরিয়ে দিতেই ঘটল ভয়াবহ ঘটনা—প্রথমে কোপ, তারপর মুখে অ্যাসিড!
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলার পেরামপল্লী এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আক্রান্ত তরুণী এক স্নাতক ছাত্রী। ১৪ ফেব্রুয়ারি প্রেমের প্রস্তাব দেন একই কলেজের এক ছাত্র। কিন্তু তরুণী তাতে রাজি না হওয়াতেই ঘটে অপ্রত্যাশিত আক্রমণ। প্রথমে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়, তারপর তাঁর মুখে ছুড়ে মারা হয় অ্যাসিড! স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে মদনাপল্লে সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এই ভয়াবহ ঘটনার নিন্দায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “এই ধরনের অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দোষীকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।” পাশাপাশি, সরকার তরুণীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেবে বলেও আশ্বাস দেন তিনি। মানবসম্পদ উন্নয়ন ও আইটি দপ্তরের মন্ত্রী নারা লোকেশ নিজেও তরুণীর পরিবারের সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ওয়াইএসআরসিপি সভাপতি ওয়াইএস জগনমোহন রেড্ডি এই ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “এই ধরনের ঘটনা প্রমাণ করে, রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।” এই ঘটনার পর সমাজের একটাই প্রশ্ন—কেন প্রেমের প্রত্যাখ্যান সহ্য করতে পারেন না কিছু মানুষ? কেন ভালোবাসার নাম করে এমন হিংস্র আচরণ? এই অপরাধের শাস্তি কী হবে? এখন অপেক্ষা শুধু প্রশাসনের দ্রুত পদক্ষেপের। আক্রান্ত তরুণীর পরিবার এবং সাধারণ মানুষ একটাই দাবি তুলছেন—”অপরাধীকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়!”