অমরনাথ যাত্রীদের জন্য বড় খবর,শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন, কবে থেকে জানুন?
Registration for Amarnath Yatra has started from Monday

The Truth of Bengal: অমরনাথ যাত্রীদের জন্য বড় খবর। সোমবার থেকে শুরু হয়ে গেছে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন। ২৯ জুন থেকে শুরু হওয়ার কথা অমরনাথ যাত্রা। যা চলবে আগামী ১৯ অগাস্ট পর্যন্ত। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড এই ঘোষণা করেছেন। চলতি বছর অমরনাথ যাত্রার দিন ২ মাস থেকে কমিয়ে করা হয়েছে ৪৫ দিন। লোকসভা নির্বাচনের কারণে এই পুণ্য ধাম যাত্রার সময় কমানো হয়েছে। ১৫ এপ্রিল থেকে শুরু হবে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন। দেশের প্রায় সমস্ত রাজ্য থেকে শুধু পুণ্যার্থী নয় বহু হিমালয় প্রেমীও এসে থাকেন অমরনাথে বরফের শিব দর্শনে।
কাশ্মীরের দুর্গম পথ অতিক্রম করে বহু ভক্ত প্রতিবছর এখানে এসে ভিড় করেন। ইতিমধ্যেই জম্মুর ১০ টি জেলায় শুরু হয়েছে পুণ্যার্থীদের স্বাস্থ্য সম্পর্কিত সার্টিফিকেট। পুণ্যার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ১১২ জন চিকিৎসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনী, এনডিআরএফ কর্মীরা জম্মু ও কাশ্মীর পুলিশের দলে অংশ নেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। অমরনাথ ধাম যাওয়ার দুটি রুট আছে। প্রথম রুটটি হল পহেলগাম থেকে এবং দ্বিতীয় রুটটি হল সোনমার্গ বালতাল থেকে।
পায়ে হেঁটে এই দুর্গম পথ অতিক্রম করতে হয় ভক্তদের। প্রথম রুট পহেলগাম থেকে অমরনাথের দূরত্ব ২৮ কিমি। এই পথ খুব বেশি দরগম নয়। বালতাল থেকে অমরনাথের দূরত্ব ১৪ কিমি। এই পথ প্রথম রুটের চাইতে তুলনামূলক বেশি দুর্গম। অমরনাথের গুহাটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৮০০ মিটার উঁচুতে অবস্থিত। এই গুহার মধ্যে প্রতি বছর বরফ জমে নিজে নিজেই আকার নেই শিবলিঙ্গের। প্রতি বছর এই পুণ্য স্থানে যাত্রা শুরুর আগে সরকারের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তা।