বাজেটের পরেই টাকার দামে রেকর্ড পতন, বেহাল দশা শেয়ার বাজারেরও
Record fall in rupee value after budget, stock market in bad shape too

Truth Of Bengal: বাজেট পেশের পর সপ্তাহের প্রথম কাজের দিনেই রেকর্ড পতন হল ভারতীয় টাকার মূল্যে। মার্কিন ডলারের নিরিখে এক ধাক্কায় ৬৭ পয়সা বেড়ে গেল ডলারের দাম, যা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাবেই টাকার এই পতন। তিনি মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫ শতাংশ এবং চিনের পণ্যে ১০ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা করেছেন। এতে বৈশ্বিক বাণিজ্যে টানাপোড়েন দেখা দিচ্ছে, যার প্রভাব পড়ছে ভারতীয় অর্থনীতিতেও।
শুক্রবার ডলারের তুলনায় টাকার মূল্য ছিল ৮৬.৬২। কিন্তু সোমবার বাজার খুলতেই টাকার দর পড়ে ৮৭.০০-তে, যা কিছুক্ষণের মধ্যেই আরও পড়ে গিয়ে ৮৭.২৯-এ পৌঁছায়। বিশেষজ্ঞদের মতে, ভারতে বিদেশি বিনিয়োগ হ্রাস পাওয়ার পাশাপাশি ডলারের শক্তিশালী হয়ে ওঠাই এর প্রধান কারণ।
শেয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। সপ্তাহের শুরুতেই সেনসেক্স ৭০ পয়েন্ট এবং নিফটি ৩০০ পয়েন্ট নিচে নেমে যায়। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, শক্তি ও ধাতু সংস্থার শেয়ারের দর হ্রাস পেয়েছে, ফলে বিনিয়োগকারীদের বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
বিশ্ববাজারেও মার্কিন ডলারের দাম ১.৩ শতাংশ বেড়ে যাওয়ায় এশিয়ার একাধিক দেশের মুদ্রা ধাক্কা খেয়েছে। অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক নীতি দীর্ঘমেয়াদে বিশ্ববাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যার সরাসরি প্রভাব ভারতীয় বাজারেও পড়বে।