দেশ

হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য! রোগীর চোখ খুবলে খেল গণেশের বাহন

Rats attack hospital! Patient's eyes gouged out, Ganesha's vehicle eaten

Truth Of Bengal: মৃতদেহের চোখ গায়েব! পাটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালে তুলকালাম। মৃতদেহ দেখে ক্ষোভে ফেটে পড়েন পরিবার। অভিযোগ করলে অদ্ভুত উত্তর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়, বোধহয় ইঁদুর খুবলে নিয়ে গেছে মৃত ব্যক্তির চোখ!

মৃত্যুর দিন রাতেও চোখ ছিল। তাহলে একদিনের মধ্যে কীভাবে চোখ উধাও হয়ে যেতে পারে? এই প্রশ্ন তুলে দিনভর বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবার। তাদের অভিযোগ, বেডের নিচ থেকে একটি সার্জারি ব্লেড পাওয়া গিয়েছে। তাহলে কি কেউ চোখ কেটে নিয়ে গেছে? সেই প্রশ্নও উঠছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম ফান্টুস। গত ১৪ নভেম্বর হাসপাতালে আনা হয় গুলিবিদ্ধ যুবককে। পরিবারের তরফে জানানো হয়, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তার ওপর গুলি চালিয়ে চম্পট দেয়। অস্ত্রোপচারের পর আইসিইউ-তে রাখা হয় ওই যুবককে। তবে, সেই রাতেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তের পর দেহ আইসিইউ –তেই শায়িত ছিল। শনিবার সকালে দেহ নিতে গিয়ে বাড়ির লোক দেখেন মৃতদেহের বাঁ চোখটি নেই। তারপরেই গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।

ঠিক কীভাবে এই ঘটনা ঘটল, জানতে চার সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। তবে, গাফিলতি কার্যত স্বীকার করে নিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ বিনোদ কুমার। তিনি বলেন, “মৃতদেহ থেকে হয় কেউ চোখ কেটে নিয়ে গিয়েছে অথবা ইঁদুরে চোখ খুবলে নিয়ে গিয়েছে। দুই ক্ষেত্রেই আমাদের ব্যর্থতা। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি তদন্ত শুরু করেছে পুলিশও।

Related Articles