১টা ২৮ মিনিটে শুভক্ষণে খোলা হয় রত্নভাণ্ডার, ভক্তদের আবেগের বাঁধ ভাঙল পুরীতে
Ratnabhandar opens at 1:28 a.m., fans break emotional barrier in Puri

The Truth Of Bengal : আজ রবিবার খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। কী মিলবে ওই রত্নভাণ্ডার থেকে- তা দেখার জন্য তাকিয়ে আছে গোটা দেশ। আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৮ সালে শেষবার খুলেছিল গর্ভগৃহের বাঁদিকে স্বর্ণ-অলঙ্কার, মণিমুক্তোয় ভরা ভাণ্ডার। তারপর থেকে আর খোলা হয়নি। ওই রত্নভাণ্ডার। যা খোলা নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলে আসছে। অবশেষে আজ খুলতে চলেছে পুরীর জগন্নাথদেব মন্দিরের ভুচরছিত রত্নভাণ্ডার। ১টা ২৮ মিনিটে শুভক্ষণে খোলা হল পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। বিধি মেনে খোলা হয় এই মন্দির।৪৬ বছর পর অডিট করা হবে রত্নভাণ্ডারের সামগ্রী।
#WATCH | Puri SP Pinak Mishra says “Everything is being carried on as per the standard operating procedure. The high-level committee and its members will give the details once they come out.” pic.twitter.com/grU3lZuTWi
— ANI (@ANI) July 14, 2024
এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। রত্নভাণ্ডার খোলার পর ভেতরের অনেক জায়গায় কিছু মেরামতির কাজ হবে। এই রত্নভাণ্ডার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছিল রাজ্য সরকার। সবকিছু খতিয়ে দেখে ওই কমিটি ১৪ জুলাই বন্ধ কুঠুরির দরজা খোলার প্রস্তাব দিয়েছিল। সেই মতো আজ খুলতে চলেছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার।
#WATCH | Odisha | Ratna Bhandar of Sri Jagannath Temple in Puri re-opened today after 46 years.
Visuals from outside Shri Jagannath Temple. pic.twitter.com/BzK3tfJgcA
— ANI (@ANI) July 14, 2024
এবারের একসঙ্গে হওয়া রাজ্য বিধানসভা ভোট ও লোকসভা ভোটে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারকে অন্যতম ইস্যু করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে প্রচার চালিয়ে বলা হয়েছিল, রত্নভাণ্ডারের চাবি চুরি থেকে স্বর্ণ-অলঙ্কারের খোয়া গিয়েছে। ক্ষমতায় এলে সেই রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। প্রচারে এটা হাতিয়ার করে ভাল ফল পায় গেরুয়া শিবির। রাজ্যে ক্ষমতা দখলের পর এই রত্নভাণ্ডার খুলে দেওয়ার এই সিদ্ধান্তকে ধর্মপ্রাণ মানুষ ঐতিহাসিক বলে মনে করছেন। যে ভান্ডারে ৮০০ বছরের পুরনো মন্দিরের ‘বিবিধ রতন’ জমা আছে বলে বিশ্বাস। সেই ভান্ডার দীর্ঘ আলোচনা পেরিয়ে রবিবার এই রত্নভাণ্ডার খোলার পর দর্শনার্থীরা আবেগে আপ্লুত হয়ে পড়ে। আশা করা হচ্ছে, অডিটের পরবিস্তারিত তথ্য সামনে আসবে।