মধ্যপ্রদেশে প্রকাশ্য রাস্তায় মহিলাকে ধর্ষণ, সাহায্যের পরিবর্তে ভিডিয়ো করতে ব্যস্ত প্রত্যক্ষদর্শীরা
Rape of woman on public street in Madhya Pradesh witnesses are busy making videos instead of helping

Truth Of Bengal: আবারো ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের উজ্জয়িনী। রাস্তাতেই এক তরুণীকে ধর্ষণ করা হল। ধর্ষণ করার মুহূর্তের ভিডিও করা হয়েছে। যে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তারপরেই পদক্ষেপ পুলিশের। গ্রেফতার হন অভিযুক্ত যুবক। অভিযুক্ত যুবকের নাম লোকেশ। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিন্দা জানিয়েছে তৃণমূল নেতৃত্ব।
The sacred city of Ujjain has been disgraced by an act so vile, it shakes the very soul of humanity!
A woman was raped on a footpath in broad daylight, in full view of society. Where are @BJP4India’s loud-mouthed ‘abhiyans’ outside Madhya Pradesh State Secretariat?
What right…
— All India Trinamool Congress (@AITCofficial) September 6, 2024
যে তরুণীকে ধর্ষণ করা হয়েছে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত লোকেশ। আর তারপরেই প্রকাশ্য রাস্তাতে মাদক খাইয়ে অচৈতন্য করে মহিলাকে ধর্ষণ করেন ওই যুবক। সঙ্গে করা হয় ভিডিও। নারকীয় অত্যাচারের শিকার হাওয়া ওই মহিলাকে প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দেন লোকেশ তিনি রাজি হওয়াতেই তাকে মাদক খাওয়ান এবং তারপর এই অত্যাচার। ধর্ষণ শেষে যুবক শাসানি দিয়ে যায়। ওই মহিলা যদি প্রকাশ্যে কাউকে কিছু জানান তাহলে খুন করা হবে বলে লোকেশ শাসানি দেন।
যদিও পুলিশ গ্রেফতার করে ওই অভিযুক্ত যুবককে। উজ্জয়নী সিটি পুলিশ সুপার ওম প্রকাশ মিশ্র এ ঘটনায় জানিয়েছেন এক মহিলা থানায় এসে অভিযোগ করেন যে তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর এফআইআর দায়ের করা হয়। আর যিনি এর নেপথ্যে জড়িত পুলিশ তদন্ত শেষে জানতে পারেন তার নাম লোকেশ। এফআইআর হওয়ার ঘন্টা দুয়েকের মধ্যে গ্রেফতার হন লোকেশ। তিনি অবশ্য পুলিশদের কাছে এই অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। পুলিশ আরো জানিয়েছে, কয়লা ফটক এলাকার ভিড়ে ঠাসা রাস্তাতে ঘটে এই ঘটনা।