দেশ

বড় খবর ! ধর্ষণকাণ্ডে অভিযুক্ত এনডিএ প্রার্থীর বাবা গ্রেফতার, জানুন কি কারণ!

Karnataka MLA HD Revanna in custody of Prajal Revanna's father arrested seat

The Truth of bengal: কর্ণাটকে ধর্ষণকাণ্ডে বড়সড় মোড়।এবার অশ্লীল ভিডিয়ো তৈরি ও নির্যাতনে অভিযুক্ত প্রজ্বল রেভান্নার বাবাকে গ্রেফতার করল সিট। জানা গেছে, অভিযুক্ত এইচডি  রেভান্না বর্তমানে জেডিএসের বিধায়ক।জাতীয় রাজনীতিতে সবথেকে বড় বিতর্ক তৈরি করেছে এই প্রজ্বল।তাঁকে নিয়ে নরেন্দ্র মোদি সভা করায় বিজেপিও বিরোধীদের সমালোচনার মুখে পড়ছেন। উল্লেখ্য,হাসনের এনডিএ প্রার্থী প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

হাসন জেলা পঞ্চায়েতের এক প্রাক্তন মহিলা সদস্যের অভিযোগ, গত তিন বছরে বহু বার প্রজ্বল তাঁকে নির্যাতন  করেছেন। সেই ঘটনা ক্যামেরাবন্দিও হয়। ৪৪ বছরের ওই মহিলার অভিযোগের ভিত্তিতে প্রজ্বলের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করে সিআইডি। অভিযোগকারিণী বলেন, ২০২১ সাল  থেকে ২০২৪এর ২৫ এপ্রিল পর্যন্ত বহু বার তাঁকে ধর্ষণ ও নিগ্রহ করেছেন ।সেই নিন্দনীয় কাজের ছবি ভিডিয়ো করে রাখেন এই বিজেপি ঘনিষ্ঠ নেতা।এখানেই শেষ নয়,গা শিউরে ওঠা আরও অজস্র উদাহরণ রয়েছে।

ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বার বার  মহিলাকে ধর্ষণ করার এই ঘটনায় বিজেপি নেতারাও সমালোচনার মুখে পড়ছেন।গত ১৪ এপ্রিল মাইসুরুতে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর সঙ্গে এক মঞ্চে উপস্থিত ছিলেন হাসান কেন্দ্রের জেডিএস প্রার্থী   প্রজ্জ্বল রেভান্না।  মোদি তাঁর বিরুদ্ধে প্রচার করায় বিরোধীরা প্রধানমন্ত্রীকে তুলোধনা করে।এখন সিটের হাতে গ্রেফতার হতেই ধাক্কা খেল বিজেপি।প্রজ্বল রেভান্না ২৮০টির কাছে যৌন ভিডিয়ো প্রকাশ্যে আনে বলেও অভিযোগ ওঠে।