রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় লস্করযোগ, গ্রেফতার ৫
Rameswaram Cafe Blast: 5 Arrested in Laskar Yoga

The Truth Of Bengal: মার্চের শুরুতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফে। সেই বিস্ফোরণের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া না গেলেও, আইইডি বিস্ফোরণ ঘটানোর খবর পাওয়া যায়। তারপরই এই ঘটনার তদন্তভার যায় এনআইএর হাতে। তদন্ত শুরু করে একাধিক জায়গা থেকে ৪ জনকে গ্রেফতার করে এনআইএ।
এবার এই মামলার তদন্ত চালিয়ে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগ পেয়েছ এনআইএ। তাদের হাতে গ্রেফতার এক যুবকও। তদন্তকারী সূত্রে খবর, ওই যুবক বছর ৩৫-এর শোয়েব আহমেদ মির্জা। ধৃত লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বলেও এনআইএ সূত্রে খবর। সূত্রের খবর, মির্জা বেঙ্গালুরুতে এক জঙ্গি হামলার ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন জেলবন্দি ছিল। জেল থেকে ছাড়া পেয়েই সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত হয় সে।
এই মামলার তদন্তে শুরু করতে প্রথমেই এনআইএর তরফ থেকে জঙ্গি যোগের সন্দেহ করা হয়। তারপরই জোরদার তদন্তে নেমে অভিযুক্ত শোয়েব আবমেদ মির্জাকে গ্রেফতার করে এনআইএ আধিকারিকরা। এই মামলার তদন্তে এখনও পর্যন্ত কর্নাটক, তেলেঙ্গানা সহ মোট ১১ টি জায়গায় জারি তল্লাশি অভিযান।