এবার রামমন্দিরের দেখা মিলবে বিশ্বের সবচেয়ে দামি ঘড়িতে, বিশেষ এই ঘড়ির মূল্য কত হবে?
Ram Mandir will be seen in expensive watch

The Truth of Bengal: এবার রামমন্দিরের দেখা মিলবে সবচেয়ে দামি ঘড়িতেও। অযোধ্যার রামমন্দিরের ছবি মাত্র কয়েকটি ঘড়িতেই দেওয়া থাকবে। সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী সংস্থা জেকব অ্যান্ড কোং সবমিলিয়ে ৪৯টি বিশেষ ঘড়ি তৈরি করবে। এই ঘড়ি তৈরির উদ্যোগ মূলত ভারতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরাই। ভারতের রিটেলার ইথোস ওয়াচেসের সঙ্গে জুটি বেঁধে এই ঘড়ি তৈরি এবং বিক্রির উদ্যোগ নিয়েছে সুইজারল্যান্ডের সংস্থাটি।
সুইস সংস্থাটির তরফে জানানো হয়েছে, ঘড়ির কাঁটা ঠিক যেখানে ৯ ছোঁবে সেখানে থাকবে অযোধ্যার রামমন্দিরের ছবি। ভগবান রাম এবং হনুমানের ছবি থাকছে ঠিক তার উল্টো দিকে। ‘জয় শ্রীরাম’ কথাটিও ৬-এর ঘরে লেখা থাকছে। বিশ্বের সবচেয়ে দামি ঘড়িতে মূলত সাদা ডায়ালের উপর কালো আর গেরুয়া রং ব্যবহার করে এই ছবি তুলে ধরা হবে।
ঘড়ির বেল্টটি গেরুয়া রং দিয়ে বানানো হয়েছে। সুইস সংস্থার তরফে বলা হয়েছে, গেরুয়া রং মূলত আধ্যাত্মিকতা, শুদ্ধতা, প্রার্থনার প্রতীক হিসাবেই ব্যবহার করা হয়েছে। ঘড়ির প্রতিটি অংশে যেন ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক গুরুত্ব মাথায় রেখে বিশেষ ভাবে এই হাতঘড়ি বানানো হয়েছে।