দেশ
Trending

রামমন্দিরের নিরাপত্তায় AI, নিরাপত্তা জোরদারে ভরসা প্রযুক্তিই

Ram Mandir security relies on AI, security-enhancing technology

The Truth Of Bengal: রামমন্দিরে নিরাপত্তায় এবার এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। সন্দেহজনক ব্যক্তিকে  দ্রুত চিহ্নিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানা গেছে। উদ্বোধনের দিনে পুন্যার্থীদের সামাল দিতে এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরেই ভরসা রাখছে কতৃপক্ষ।

রামমন্দির নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। রামমন্দিরের উদ্ধোধনের দিন মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হবে। তাই পুন্যার্থীদের সামাল দিতে এবার এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপরে ভরসা রাখছে কতৃপক্ষ। প্রশাসন জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং দ্রুত শনাক্তকরণের জন্য এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করা হবে। তবে প্রশ্ন রামমন্দিরে নিরাপত্তায় কিভাবে কাজ করবে এই এআই। পুলিশ সূত্রের খবর, AI নজরদারির বিশেষ কিছু ক্ষেত্রে খুবই কার্যকরী। যেমন যদি কোনও ব্যক্তি ঘনঘন অযোধ্যা রাম মন্দিরে আসেন, তা শনাক্ত করতে পারবে। কোনও গ্রুপ বা পর্যটকের দলের যাতায়াত ও ব্যবহারে কোনওরকম common trend থাকলে তা পুলিশের নজরে পড়বে সহজেই। এভাবেই মন্দির চত্বরে কোনওরকম সন্দেহজনক গতিবিধি হলে তা সহজেই AI- নজরদারি ব্যবস্থার চোখে পড়বে। তাহলেই নিজে থেকেই একটি সিকিউরিটি অ্যালার্ট দেওয়া হবে। তা দেখে পদক্ষেপ নিতে পারবেন নিরাপত্তারক্ষীরা। আসলে ভিড়ের মধ্যে কাউকে চিনে নেওয়ার জন্য এই ব্যবস্থা। সন্দেহজনক কিছু দেখলেই দ্রুত অ্যালার্ট করবে এই প্রযুক্তি।

Facial Recognition- এআই নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।এমনকি বিপুল তথ্যভাণ্ডার ঘেঁটে কোনও পুরনো অপরাধী বা সন্দেহজনক ব্যক্তির তথ্য থাকলে ভিড়ের মধ্যে থেকে চিনে নিতে পারে এই ব্যবস্থা। তাই রামমন্দিরে উদ্বোধনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এআই প্রযুক্তির পাশাপাশি প্রচুর পুলিশ মোতায়েত থকবে। রাম মন্দির উদ্বোধনের দিনে ১১০০০ রাজ্য পুলিশ এবং বিপুল পরিমাণে আধা সেনা মোতায়েন থাকবে। পুলিশ সূত্রের খবর, ২৬ কোম্পানি আধাসেনা থাকবে। এছাড়াও ৮০০০ সিভিল পুলিশও থাকবে। পাশাপাশি, উত্তরপ্রদেশের এটিএস, স্পেশাল টাস্ক ফোর্স এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মতো বাহিনীও নিরাপত্তায় থাকবে।

Free Access

Related Articles