দেশ

বাংলায় রাহুলের ‘ন্যায় যাত্রা’ স্থগিত! তড়িঘড়ি দিল্লি ফিরলেন রাহুল

Rahul's 'fair journey' suspended in Bengal! Rahul quickly returned to Delhi

Bangla Jago Desk : আচমকাই থমকে গেল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বৃহস্পতিবার দুপুরেই কর্মসূচি স্থগিত রেখে দিল্লি ফিরে গেলেন তিনি। সূত্রের খবর, পারিবারিক জরুরি কাজের জন্য দিল্লি ফিরে গেলে ন রাহুল গান্ধী। তবে এদিন  বঙ্গ সফর যে তিনি এভাবে কাটছাঁট করবেন তা আগাম কেউ বুঝতে পারেননি কেউউ। ফলে হাসিমারা থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাহুল গান্ধী।

আর রাহুলের এই আচমকা যাত্রা ঘিরে শুরু হয়েছে  বিতর্ক। প্রথমে কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল, বৃহস্পতিবার সকালে অসম থেকে বাংলায় প্রবেশের পরে তাঁর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র দিনভর কর্মসূচির নির্ঘণ্ট রয়েছে। কিন্তু কোচবিহারের বক্সীরহাটে সংক্ষিপ্ত সভা এবং জেলাসদরে ‘রোড শো’ করেই ‘গুরুত্বপূর্ণ কারণে’ দিল্লি রওনা হয়ে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

যদিও তাঁর আচমকা দিল্লি যাত্রার কারণ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে এই নিয়ে কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে জল্পনা। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আবার ২৮ তারিখ অর্থাৎ আগামী রবিবার বাংলায় ফিরতে পারেন রাহুল। সে ক্ষেত্রে রাহুলের যাত্রা থেকে বাদ পড়তে পারে উত্তরবঙ্গের দুই জেলা, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি অংশ।

 

FREE ACCESS

Related Articles