
Truth Of Bengal: পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ! আমেরিকা সফরে গিয়ে পাকিস্তানকে রীতিমতো কড়া ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদীরা ক্রমশ ভারতের মাটিতে লাগাতার হিংসা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের সন্ত্রাস মদতপুষ্ট কার্যকলাপ যে কোনোভাবেই ভারত মেনে নেবে না তা সাফ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। আমেরিকা সফরে গিয়ে ঠিক এভাবেই ভারত-পাকিস্তান কূটনৈতিক ইস্যুতে তোপ দাগতে দেখা গেলো রাহুল গান্ধীকে।
তিনি পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে বললেন, যেভাবে ভারতের মাটিতে তারা সন্ত্রাসবাদকে সমর্থন করে ইন্ধন যুগিয়ে চলেছেন তাতে আখেরে দুই দেশের লাভের পরিবর্তে ক্ষতির মুখ দেখছে। বহু বছর ধরেই দেশে একের পর এক জঙ্গি হামলায়প্রতিবেশী পাকিস্তানের নাম জড়িয়েছে। এমনকি সাম্প্রতিক আবহে জম্মু ও কাশ্মীরে নতুন করে পাকিস্তানের মদতে সন্ত্রাস মাথাচাড়া দিয়েছে। পাকিস্তানের পর এবার আমেরিকা ও চিনের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক নিয়েও মুখ খুলতে দেখা গেলো রাহুল গান্ধীকে।
বর্তমানে প্রতিবেশীদের বিরুদ্ধে চিনের আগ্রাসী নীতির বিরোধিতা ও দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের চেষ্টার বিরুদ্ধে ভারত ও আমরিকার কাছে আসার বিষয়টি উল্লেখযোগ্য বলে মনে করেন রাহুল। এর পাশাপাশি বিরোধী দলনেতাসাম্প্রতিক সময়ে হওয়া বাংলাদেশের ভয়াবহ হিংসা নিয়েও মুখ খোলেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে রাহুলের মুখে উঠে আসে, “বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যথেষ্ট ভয়াবহ ও উদ্বেগের। আমরা কোনও হিংসার পক্ষে নয়, আমরা মনে প্রাণে চায় যে হিংসার নিষ্পত্তি ঘটুক। যত তাড়াতাড়ি সম্ভব যাতে বাংলাদেশ সরকার দায়িত্ব নিয়ে হিংসা থামাতে পারে সেই দিকটি গুরুত্ব দিয়ে দেখা উচিত।’’