দেশ

মানহানির মামলায় স্বস্তি পেলেন রাহুল,ভোটের ফল বেরোনোর পর আরও খুশি কংগ্রেস নেতার

Rahul got relief in defamation case

The Truth of Bengal: আবারও স্বস্তি পেলেন রাহুল গান্ধী।পুরনো মানহানি মামলায় রেহাই পেলেন কংগ্রেসের শীর্ষ নেতা।  ২০২৩ সালের মে মাসে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেন, সরকারি কাজের জন্য   ক্ষমতায় থাকা বিজেপি সরকার ৪০ শতাংশ হারে কমিশন নিত।

বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে ৪০ শতাংশের সরকার বলেও কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। এমনকি মূলধারার একটি সংবাদপত্রে এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞাপনও দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধেই আদালতে যান কর্ণাটকের বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।সেই মামলায় এবার বেঙ্গালুরুর বিশেষ আদালত রাহুলকে স্বস্তি দিল।

Related Articles