আসন্ন ভোটের আগে মোদীকে এক হাত রাহুলের, শ্রদ্ধা জানালেন বালাসাহেবকে
Rahul Gandhi salutes Modi ahead of upcoming elections, pays tribute to Balasaheb

Truth Of Bengal: হরিয়ানা বিধানসভা ভোটে অপ্রত্যাশিত হার হয় কংগ্রেসের। সামনেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভা ভোট। আর সেই ভোটকেই পাখির চোখ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দুই রাজ্যেই প্রতিটি জনসভায় তিনি স্বভাবসিদ্ধ ভাষাতেই তীব্র আক্রমণ শানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাহুল কখনও বলছেন, মোদী সংবিধান পড়েননি, আবার কখনও বলছেন, জো বাইডেনের মতো তাঁর স্মৃতিলোপ হয়েছে!
এ দিন মোদীর চ্যালেঞ্জের কড়া জবাব দিতেও দেখা গিয়েছে রাহুলকে। কিছুদিন আগেই মহারাষ্ট্রে ভোটপ্রচার করতে গিয়ে তিনি বলেছেন, “বালাসাহেব ঠাকরে বরাবর কংগ্রেস-বিরোধী ছিলেন। কংগ্রেসও তাঁর বিরোধী ছিল। এখন বালাসাহেবের ছেলে ও কংগ্রেস জোট বেঁধেছে।” এ দিন মহারাষ্ট্র ভোটের ঠিক দু’দিন আগেই নিজের এক্স হ্যান্ডলে বালাসাহেবকে শ্রদ্ধা জানিয়ে রাহুল লেখেন, “বালাসাহেবের দ্বাদশ মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করছি। উদ্ধব ঠাকরেজি, আদিত্য ঠাকরেজি এবং গোটা শিবসেনা পরিবারের পাশে রয়েছি।”
প্রথম দিকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে রাহুল সেইরকম সময় দিতে না পারলেও পরবর্তীতে দুই রাজ্যে প্রচারে নেমে রাহুল তীব্র আক্রমণ শানাতে শুরু করেছেন মোদী-সহ বিজেপি নেতৃত্বকে। ‘শাহজাদা’ সম্বোধনে মোদীও পাল্টা একের পর এক আক্রমণ করতে থাকেন রাহুলকে। এহেন পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী রাহুলকে নিশানা করে গুরুত্বহীন মন্তব্য করেন। আর মাত্র দু’দিন। ঝাড়খণ্ডে শেষ দফা এবং মহারাষ্ট্রে রয়েছে এক দফার বিধানসভা ভোট। আর তাঁর আগে একে অপরকে যেভাবে দুষছেন তা বলাই বাহুল্য। নিতিন এক সাক্ষাৎকারে বলেছেন, রাহুল গান্ধী জাতিগণনার বিষয় নিয়ে আসলে ভোটের আগে হাওয়া গরম করতে চাইছেন।