জম্মু-কাশ্মীরের প্রচারে রাহুল গান্ধী, বিজেপিকে শিক্ষা দেওয়ার ডাক কংগ্রেসের
Rahul Gandhi on Jammu and Kashmir campaign, calls for teaching BJP

Truth Of Bengal : ১৮ সেপ্টেম্বর জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। ২৫সেপ্টেম্বর হবে দ্বিতীয় ধাপে ভোট। তারপর ১অক্টোবর রয়েছে তৃতীয় দফার নির্বাচন। ৩ দফায় ভূস্বর্গে হবে এই নির্বাচন। সেই ৯০আসনের বিধানসভায় ভোটের ডাকে কাঠি পড়তেই প্রচারের পারদ চড়ছে। এরমধ্যে কংগ্রেস বিজেপিকে রুখতে নতুন উদ্যমে প্রচারে ঝাঁপিয়েছে। কয়েকদিন আগে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে দাবি করেন, বিজেপি মুখ থুবড়ে পড়বে।মানুষ বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। এবার সেই ভূস্বর্গে প্রচারের সুর বাঁধতে ময়দানে রাহুল গান্ধী। কেন্দ্রশাসিত অঞ্চলে ২টি পদযাত্রায় অংশগ্রহণে তত্পর তিনি।
এবারের নির্বাচনে বিজেপিকে হারানোই মূল লক্ষ্য কংগ্রেসের। বিরোধী ভোট ভাগাভাগি রুখতে কাশ্মীরের পুরনো দল ন্যাশানাল কনফারেন্সের সঙ্গে জোট গড়েছে কংগ্রেস। মূলতঃ দীর্ঘদিন বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রের সরকার কাশ্মীরে বিধানসভা ভোট না করায় তার সমালোচনা করে ন্যাশানাল কনফারেন্স। তারা বিজেপির বিরুদ্ধে লড়তে চায়।তাই কাশ্মীরের শান্তিও উন্নয়ন নিশ্চিত করার ডাক দিয়ে কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্স একযোগে এই ভোটে বাজিমাত করতে তৈরি হচ্ছে।সেজন্য দুই দল যে জোট গড়েছে তাতে আসন ভাগাভাগি করা হয়েছে।ন্যাশানাল কনফারেন্স ৯০টি আসনের মধ্যে ৫২টি আসনে লড়ছে,আর কংগ্রেস লড়ছে ৩১টিতে।১টি সিপিএম ও ১টি প্যান্থার্স পার্টি। ৫টি কেন্দ্রে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে।
পিডিপি ঘোষণা করেছে তাঁরা আলাদাভাবেই লড়বে। অতীতে বিজেপির সঙ্গে পিডিপি জোট গড়েছিল। সেই জোট ক্ষমতায় থাকার সময় বিবাদ বাড়ে। সরকার বেশিদিন স্থায়ী হয়নি।এবার তাই পিডিপি ইস্যু ভিত্তিক সমর্থন দিতে চায় বিজেপি বিরোধী শিবিরকে। সেকথা স্পষ্ট করেছেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি।
কংগ্রেস এবার বৃহত্তর জোট গড়ে বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে সক্ষম হবে বলে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী। রাহুলের মতে ভারতীয় অখণ্ডতা ও সংহতি রক্ষার ক্ষেত্রে সাম্প্রদায়িক রাজনীতি ভয়ঙ্কর। সেইমতো কংগ্রেস ধর্মনিরপেক্ষতার কাঠামো অক্ষুন্ন রাখার ডাক দিচ্ছে।