Rahul Gandhi And Abhisekh Banarjee: নির্বাচনী প্রচারে রাহুল ও অভিষেকের অভিনব ড্রেস কোড
Rahul Gandhi And Abhisekh Banarjee: Rahul and Abhishek fancy dress code in election campaign

The Truth Of Bengal, মৌ বসুঃ পূর্ব ভারতের পুরুষ রাজনীতিকদের চিরাচরিত ড্রেস কোড ছিল সাদা ধোপদুরস্ত ধুতি ও পাঞ্জাবি। উত্তর ভারতের পুরুষ রাজনীতিকদের ক্ষেত্রে অলিখিত পোশাক ছিল সাদা কুর্তা বা পাঞ্জাবি ও পাজামা বা চোস্ত। কিন্তু নয়া পোশাকবিধিতে জনমানসে নয়া ট্রেন্ড সেট করছেন রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারত জোড়ো যাত্রা, ভারত জড়ো ন্যায় যাত্রার সময় থেকেই সনিয়া-পুত্রকে দেখা গেছে হাফ হাতা কলার দেওয়া সাদা রঙের টি শার্টে ও গাঢ় রঙের কার্গো প্যান্টে। এখন লোকসভা ভোটের প্রচারে একই রকম টি শার্ট ও কার্গো প্যান্ট পরেই গোটা দেশ চষে ফেলছেন রাহুল। একইভাবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কখনো বা গাঢ় রঙের টি শার্ট, কখনো বা সাদা রঙের ফুল হাতা শার্ট ও কার্গো প্যান্ট পরতে দেখা যাচ্ছে। নবীন প্রজন্ম, যুব ভোটার, চাকরিজীবী, মহিলা ভোটারদের আকর্ষণ করতে ও ‘আমি তোমাদের লোক’, এই বার্তা দিতেই সচেতন ভাবে রাহুল ও অভিষেক এমন ক্যাজুয়াল পোশাক বেছেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কেন প্রচারের সময় টি শার্ট পরছেন? এবিষয় নিজেই সম্প্রতি খোলসা করেছেন রাহুল। কংগ্রেসের তরফে রিলিজ করা ভিডিওতে দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে কথোপকথনের ফাঁকে রাহুলকে বলতে শোনা যায়, ‘আমি সাধারণ পোশাকেই সচ্ছন্দ। সাদা রঙের টি শার্ট স্বচ্ছতা ও সহজ সরলতার প্রতীক। কী পরব তা নিয়ে আমি অত কিছু ভাবি না। অত বেশি মাথা ঘামাতে রাজি নই।’ আবার সাংবাদিক বৈঠক হোক কিংবা কেন্দ্রীয় এজেন্সির সামনে হাজিরা, সাদা ফুল হাতা শার্ট বা গাঢ় রঙের টি শার্টে দেখা গেছে অভিষেককেও।
নিজের পোশাকের বিষয় খুবই সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর থেকে আলাদা লুক তৈরি করতে সচেতন ভাবেই রাহুল বেছে নেন সাদা রঙের টি শার্ট। এরসঙ্গে কাঁচাপাকা চুল ও চাপদাড়ি তাঁর ভাবমূর্তিকে আরও ক্ষুরধার করেছে। ক্যাজুয়াল লুকে রাহুল স্পষ্টতই বার্তা দেন যে তিনি আধুনিক প্রজন্মের রাজনীতিক। তিনি স্মার্ট রাজনীতিতে বিশ্বাসী। নিজেকে কেমন দেখতে লাগছে তা নিয়ে আদৌ ভাবিত নন। ২০২৩ সালে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জড়ো যাত্রার সময়ও রাহুলকে সাদা হাফ হাতা টি শার্ট ও কার্গো প্যান্ট পরতে দেখা যায়। এমনকি, কাশ্মীরের প্রবল ঠান্ডাতে জ্যাকেট বা সোয়েটার পরতে অস্বীকার করেন। নিজেই রাহুল জানান, ‘৪টি গরিব শিশু আমার কাছে এসেছিল। ওরা ঠান্ডায় কাঁপছিল। ওদের কাছে কোনো শীতবস্ত্র ছিল না। সম্ভবত খাবারও খায়নি। আমার মনে হয়েছিল ওরা যখন ঠান্ডায় সোয়েটার পরেনি আমারও উচিত নয় জ্যাকেট বা সোয়েটার পরা।’ আবার অভিষেককেও নব জোয়ার কর্মসূচি বা ধর্না কর্মসূচিতে শার্টেই দেখা গেছে।
ওয়াকিবহাল মহলের মতে, রাহুল বা অভিষেকের পোশাক বাছাইতেই স্পষ্ট যে তাঁরা দু’জনেই সচেতন ভাবে ট্রেন্ড তৈরি করতে চাইছেন যে তাঁরা দু’জনেই এমন রাজনীতিক যে নিজের পোশাক নিয়ে নয় তাঁরা আদতে জনসাধারণের সমস্যা সমাধানে বেশি আগ্রহী।