
The Truth of Bengal: রাজনীতিতে রাহুল গান্ধি এখনও পরিণত হননি। এই দাবি করে তাঁকে লাগাতার আক্রমণ করে বিজেপি। তবে বিজেপির এই দাবি মানতে নারাজ বর্ষীয়ান রাজনীতির শরদ পাওয়ার। রাহুলকে দরাজ সার্টিফিকেট দিয়ে তিনি জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রার পর রাহুল গান্ধির গ্রহণযোগ্যতা অনেক বেড়ে গিয়েছে। জাতীয় রাজনীতিতে রাহুলের প্রাধান্য অনেক বেড়েছে। এমন একদিন আসবে যেদিন এই তরুণ কংগ্রেস নেতা দেশের নেতৃত্ব দেবেন। রাহুল গান্ধি সম্পর্কে এমন মন্তব্য করার পাশাপাশি বিজেপির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।বিরোধীদের ইন্ডিয়া জোটে অন্যতম শরিক এনসিপি প্রধান শরদ পাওয়ার।
সম্প্রতি তাঁর দলে বড় ভাঙন ধরলেও জাতীয় রাজনীতিতে এখন অনেক গুরুত্ব আছে শরদ পাওয়ারের। তবে ২০২৪-এর আসন্ন লোকসভা ভোটে নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন ৮২ বছরের বর্ষীয়ান এই রাজনীতিক। কয়েকদিন আগে তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। তাঁর সেই বিজেপিতে যোগদানের জল্পনাও উড়িয়ে দিয়েছেন তিনি। কয়েকমাস আগে যে সব নেতা এনসিপি ছেড়ে গেরুয়া শিবিরে যোগদান করেছেন, তাঁদের কড়া আক্রমণ করে শরদ।
জানান, নিজেদের অপরাধ আড়াল করতে দল ছেড়ে তাঁরা বিজেপিতে ভিড়েছেন। এনসিপিতে থেকে অপরাধ ঢাকতে পারছিলেন বলে তাঁরা দল পরিবর্তন করেছেন। শরদের নিশানায় ছিলে তাঁর ভাইপো অজিত পাওয়ার। উত্তরপ্রদেশে কংগ্রেস আবার ক্ষমতায় ফিরবে জানিয়েছেন শরদ পাওয়ার। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সম্প্রতি উত্তরপ্রদেশে বিজেপির জেতা একটি সিটে উপনির্বাচন ছিল। সেই সিটে প্রায় ৬০ হাজার ভোটের ব্যবধানে হেরেছে গেরুয়া শিবির। উত্তর প্রদেশে কংগ্রেস আবার পুনরুজ্জীবিত হবে। রাহুল গান্ধি ও বিজেপির ভবিষ্যৎ নিয়ে শরদ পাওয়ারের এই মন্তব্যে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
Free Access