দেশ

কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক রাহুল

Rahul Gandhi

The Truth of Bengal: কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধী। বিরোধী রাজনৈতিক দলগুলির অর্থ যোগান বন্ধ করতে কেন্দ্র কলকাঠি নারছে বলে অভিযোগ তাঁর। রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাহুল গান্ধী বলেন, অর্থকষ্টে ভুগতে হচ্ছে  বিরোধী দলগুলিকে। এই কংগ্রেস নেতার সরাসরি অভিযোগ কেন্দ্রের ভয়ে বিরোধী দলগুলিকে কোন ব্যবসায়ী টাকা সাহায্য করতে পারছে না। রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তাদের।

কোন বিরোধী দলকে কোন ব্যবসায়ী বা শিল্প সংস্থা সাহায্য করতে গেলে কেন্দ্রের রোষের মুখে তাদের পড়তে হচ্ছে। বিজেপি বিরোধী রাজ্যগুলিকে কেন্দ্র ভাতে মারার চেষ্টা করছে এমন অভিযোগ প্রথম থেকেই ছিল। কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পের টাকা আটকে রেখে বিরোধী রাজ্যগুলিকে বেকায়দায় ফেলেছে। ১০০ দিনের টাকা আটকে রাখায় কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলন জারি রেখেছে তৃণমূল কংগ্রেস। রাজধানী দিল্লিতে প্রতিবাদে সামিল হবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর গুরুতর অভিযোগ,পেছনের দরজা দিয়ে বিরোধীদল গুলির পার্টি ফান্ডেও আঘাত হানছে বিজেপি সরকার। শাসকের রোষের মুখে পড়ার ভয়ে কোন শিল্প সংস্থা বাব্যবসায়ী বিরোধীদলকে চেক দিয়ে সাহায্য করতে পারছে না। শুধু তাই নয়, রাহুলের আরও অভিযোগ সংবাদমাধ্যমকেও বিরোধীদের আক্রমণ করতে ব্যবহার করা হচ্ছে। বিরোধীদের প্রতিহত করতে রাষ্ট্র শক্তি ব্যবহার করলেও ইন্ডিয়া জোট লড়াই জোরদার করবে বলে জানিয়েছেন রাহুল। তিনি বলেন ভারতের ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াইয়ে নেমেছে ইন্ডিয়া জোট।

Related Articles