সংসদে মুখোমুখি রাহুল- অভিষেক, কী আলোচনা হল?
Rahul - Abhishek faced in Parliament, what was discussed?

The Truth Of Bengal : মঙ্গলবার লোকসভায় রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এক প্রস্থ আলোচনা হল। এনডিএ-র বিরুদ্ধে আন্দোলন আরও জোরালো করার বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। সংসদের শুরু থেকেই এনডিএ-কে চাপে রাখতে চায় ইন্ডিয়া জোট। সংসদ অধিবেশনের প্রথম দিনেই তা দেখেছে দেশবাসী। প্রধানমন্ত্রী যখন সাংসদ পদে শপথ গ্রহণ করেন সেই সময় ইন্ডিয়া শরিক দলের সদস্যরা হাতে সংবিধান নিয়ে প্রতিবাদে গর্জে উঠেছিলেন। দ্বিতীয় দিনেও ঐক্যবদ্ধ ইন্ডিয়া জোটকে দেখা যায় সংসদে। এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মুখোমুখি আলোচনা এনডিএ বিরোধী সেই আন্দোলনকে আরও জোরালো করবে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।
মুখোমুখি রাহুল- অভিষেক pic.twitter.com/9LvaZzb3CJ
— TOB DIGITAL (@DigitalTob) June 25, 2024
লোকসভায় শপথগ্রহণ পর্ব চলছে। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের ২৯ জন সাংসদ শপথ গ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন লোকসভায়। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছিলেন সব সাংসদই। উপস্থিত ছিলেন তৃণমূলের মহিলা ব্রিগেড মহুয়া মৈত্র থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, অন্য মুডে দেখা যায় তৃণমূল সাংসদদের। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝখানে রেখে তৃণমূল সংসদদের ফটো সেশনে দেখা যায়। তৃণমূল সাংসদদের এরকম এক সুন্দর মুহূর্তের সময় মুখোমুখি রাহুল গান্ধী। তৃণমূল সাংসদদের যখন ছবি তোলার পর্ব চলছে সেই সময় মুল ফটক দিয়ে রাহুল গান্ধী সংসদের ভিতরে প্রবেশ করছিলেন। তৃণমূল সাংসদদের দেখতে পেয়ে মুখোমুখি হলেন তিনি। ওই ছবিতে দেখা যায় রাহুল গান্ধী চেয়ে আছেন তৃণমূল সাংসদদের দিকে। পাল্টা হাস্যমুখে তৃণমূল সাংসদরা। রাজনীতির এক অনন্য মুহূর্ত সংসদের মুল ফটকের সামনে।