দেশ

আজ খুলতে চলেছে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার, কী মিলবে দেখার অপেক্ষা

Puri's Jagannath temple jewels are going to be opened today, waiting to see what will be found

The Truth Of Bengal : আজ রবিবার খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। কী মিলবে ওই রত্নভাণ্ডার থেকে-  তা দেখার জন্য তাকিয়ে আছে গোটা দেশ। আজ থেকে ৪৬ বছর আগে ১৯৭৮ সালে শেষবার খুলেছিল গর্ভগৃহের বাঁদিকে স্বর্ণ-অলঙ্কার, মণিমুক্তোয় ভরা ভাণ্ডার। তারপর থেকে আর খোলা হয়নি। ওই রত্নভাণ্ডার। যা খোলা নিয়ে বহু বছর ধরে বিতর্ক চলে আসছে। অবশেষে আজ খুলতে চলেছে পুরীর জগন্নাথদেব মন্দিরের ভুচরছিত রত্নভাণ্ডার। এই বিষয়ে পুরীর জেলাশাসক সিদ্ধার্থশঙ্কর সোয়াইন জানিয়েছেন, রবিবার রত্নভাণ্ডার খোলার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। শ্রীজগন্নাথ মন্দিরের বিধি মেনে সরকার নির্ধারিত পদ্ধতি কঠোরভাবে অবলম্বন করা হবে।

এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। রত্নভাণ্ডার খোলার পর ভেতরের অনেক জায়গায় কিছু মেরামতির কাজ হবে। এই রত্নভাণ্ডার খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য ১৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি তৈরি করেছিল রাজ্য সরকার। সবকিছু খতিয়ে দেখে ওই কমিটি ১৪ জুলাই বন্ধ কুঠুরির দরজা খোলার প্রস্তাব দিয়েছিল। সেই মতো আজ খুলতে চলেছে পুরীর মন্দিরের রত্নভাণ্ডার।

এবারের একসঙ্গে হওয়া রাজ্য বিধানসভা ভোট ও লোকসভা ভোটে জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারকে অন্যতম ইস্যু করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে প্রচার চালিয়ে বলা হয়েছিল, রত্নভাণ্ডারের চাবি চুরি থেকে স্বর্ণ-অলঙ্কারের খোয়া গিয়েছে। ক্ষমতায় এলে সেই রত্নভাণ্ডার খোলার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। প্রচারে এটা হাতিয়ার করে ভাল ফল পায় গেরুয়া শিবির। রাজ্যে ক্ষমতা দখল করে। রাজ্যের ক্ষমতা দখলের পর বিষয়টি নিয়ে একটি কমিটি তৈরি করে বিজেপি সরকার। সেই কমিটির সুপারিশ মতো আজ খুলতে চলেছে পুরীর বহুচর্চিত রত্নভাণ্ডার। গোট দেশ অধীর আগ্রহে তাকিয়ে আছে সেইদিকে।

Related Articles