দেশ

কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনায় জনস্বার্থ মামলা, কি জানাল সুপ্রিম কোর্ট

Public interest case in Kumbh Mela incident, what Supreme Court said

Truth Of Bengal : কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। আদালত এই ঘটনাকে “দুর্ভাগ্যজনক ও উদ্বেগজনক” বলে মন্তব্য করলেও মামলাটি হাই কোর্টে দাখিল করা উচিত বলে জানায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ।

গত ২৯ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনী অমাবস্যার ‘শাহি স্নান’ চলাকালীন বিশাল ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জন প্রাণ হারান এবং ৬০ জনেরও বেশি আহত হন। এ ঘটনায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী বিশাল তিওয়ারি। তাঁর আবেদন ছিল, কুম্ভমেলায় পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হোক।

সোমবার প্রধান বিচারপতি খন্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি গ্রহণ না করে আবেদনকারীকে ইলাহাবাদ হাই কোর্টে যাওয়ার পরামর্শ দেয়।

প্রশাসনিক গাফিলতি?

উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে আদালতে হাজির ছিলেন আইনজীবী মুকুল রোহাতগি। তিনি জানান, ইতিমধ্যেই পদপিষ্টের ঘটনা তদন্তে একটি বিচারবিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। সেই তথ্য জানার পরই সুপ্রিম কোর্ট মামলাটি হাই কোর্টে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

তবে সমালোচকদের মতে, এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতা স্পষ্ট। কুম্ভমেলা শুরুর আগে থেকেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় বড় দাবি করেছিল। কিন্তু শাহি স্নানের সময়েই ভিড় নিয়ন্ত্রণের সমস্যাগুলি প্রকট হয়ে ওঠে। ঘটনাস্থলে যোগী সরকারের পুলিশ, র‌্যাফ ও কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ থাকলেও বিশৃঙ্খলা ঠেকানো সম্ভব হয়নি।

জনস্বার্থ মামলাকারীর অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য সুপ্রিম কোর্টের কাছে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার অনুরোধ জানান তিনি। তবে আপাতত উচ্চ আদালতেই এই মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে।

Related Articles