দেশ

ভারত-আমেরিকার বাণিজ্য আলোচনায় অগ্রগতি? জুনেই অন্তর্বর্তী চুক্তি!

Progress in India-US trade talks? Interim agreement in June!

Truth Of Bengal: পারস্পরিক চুক্তির দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। সূত্রের খবর, আগামী ২৫ জুন দুই দেশের মধ্যে  একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। এ জন্য, আমেরিকান কর্মকর্তাদের একটি দল আগামী মাসে বাণিজ্য আলোচনার জন্য ভারতে আসতে পারে। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, দুই দেশের মধ্যে চুক্তি আলোচনা এগিয়ে চলেছে।

সবকিছু ঠিকঠাক হলে শীঘ্রই হবে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর। ইতিমধ্যে, ভারতের বাণিজ্য বিভাগের বিশেষ সচিব রাজেশ আগরওয়াল গত সপ্তাহে ওয়াশিংটনে তার চার দিনের সফর শেষ করেছেন। তিনি তার আমেরিকান প্রতিপক্ষের সাথে প্রস্তাবিত চুক্তিটি নিয়ে আলোচনা করেন। বাণিজ্য আলোচনা দ্রুততর করতে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও গত সপ্তাহে ওয়াশিংটনে ছিলেন। তার সফরকালে তিনি মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সাথে দুবার দেখা করেছিলেন।

অন্তর্বর্তী চুক্তিতে কারখানায় তৈরি সামগ্রীর বাজার, বেশ কিছু কৃষিজাত পণ্যের বিক্রি এবং পণ্যের গুণমান সংক্রান্ত বিষয় রাখা হবে বলে মনে করা হচ্ছে। শুল্ক না চাপানোর মতো কোনও বিষয় নিয়ে আলোচনা করা হবে। জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তিতে দেশীয় পণ্যের উপর ২৬ শতাংশ পারস্পরিক শুল্ক থেকে সম্পূর্ণ অব্যাহতির জন্য নয়াদিল্লি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপ দিচ্ছে। তবে এই নিয়ে দুই দেশের তরফে কিছু জানান হয়নি।

বলা বাহুল্য, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পরেই ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সেই সফরে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পরেই ভারত প্রথম দেশ হিসেবে মার্কিন মুলুকের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা শুরু করে। দুই রাষ্ট্রপ্রধান পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক মজবুত করা এবং প্রথম দফার দ্বিপাক্ষিক চুক্তি দ্রুত শেষ করার বিষয়ে সহমত পোষণ করেন। এরপরেই সামনে এল দুই দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাব্য দিনক্ষণ।

Related Articles