
The Truth of Bengal: রাজনৈতিক দলগুলির আয়ের অন্যতম উৎস ‘নির্বাচনী বন্ড’। এই বন্ডের মাধ্যমে বিরাট অঙ্কের অনুদান জমা পড়ে রাজনৈতিক দলগুলির তহবিলে। তবে ‘নির্বাচনী বন্ড’ থেকে কোনও দল কত টাকা আয় করে। কোন কোন উৎস থেকে আসে সেই টাকা তা জানতে পারে না সাধারণ মানুষ। এবার তা জানতে পারবে দেশবাসী। সুপ্রিম নির্দেশে তৎপর হল নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টার মধ্যে ‘নির্বাচনী বন্ড’ থেকে পাওয়া টাকার পাশাপাশি দলের তহবিলের যাবতীয় হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের সব রাজনৈতিক দলগুলির কাছে এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী বন্ডের নাম করে রাজনৈতিক দলগুলির অ্যাকাউন্টে অজানা উৎস থেকে বিপুল টাকা জমা হওয়ার অভিযোগ উঠেছে একাধিকবার। যা নিয়ে প্রশ্ন তুলে একাধিক মামলা হয়েছে দেশের শীর্ষ আদালতে। মামলাকারীদের অভিযোগ, রাজনৈতিক দলগুলির অবৈধ এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে। বাইরে থেকে কোনও রাজনৈতিক দল এই ভাবে টাকা পেলে তা দেশের গণতন্ত্রের জন্য ভাল নয়।
তবে বিদেশ থেকে টাকা পাওয়ার বিষয়টি কখনও স্বীকার করেনি কোনও রাজনৈতিক দল। গত ৩ অক্টোবর রাজনৈতিক দলগুলির আয়ের অন্যতম উৎস ‘নির্বাচনী বন্ড’ সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, আগামী দুই সপ্তাহের মধ্যে দলের আয় সংক্রান্ত সব তথ্য জানাতে হবে নির্বাচন কমিশনকে। এই রায়ের পরেই তৎপর হল নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টার মধ্যে যাবতীয় হিসেব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।
Free Access