সুদর্শন সেতু উদ্বোধনের পর স্কুবা ডাইভিং করে দ্বারকা দর্শন প্রধানমন্ত্রীর
Prime Minister's visit to Dwarka by scuba diving after inaugurating Sudarshan Setu

The Truth of Bengal: এবার গভীর সমুদ্রে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার গুজরাটে দেশের সবচেয়ে বড় কেবল সেতু উদ্বোধনের পর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত দ্বারকার গভীর সমুদ্রে ডুব দেন তিনি। সমুদ্রে তলায় ডুব দিয়ে আপ্লুত মোদি জানান, এই অভিজ্ঞতা অনন্য। জলমগ্ন দ্বারকা আসলে ভারতে ঐতিহাসিক ও আধ্যাত্মিক শিকড়ের কথাই তুলে ধরে। ভগবান শ্রী কৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন।
আজ এর আগে প্রধানমন্ত্রী ‘সুদর্শন সেতু’ উদ্বোধন করেন। সেতুটি গুজরাটের দেবভূমি দ্বারকা জেলার বেইট দ্বারকা দ্বীপকে মূল ভূখণ্ড ওখার সঙ্গে সংযুক্ত করে। আরব সাগরের ওপর দেশের দীর্ঘতম কেবলযুক্ত এই সেতু প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় এক হাজার কোটি টাকা।
To pray in the city of Dwarka, which is immersed in the waters, was a very divine experience. I felt connected to an ancient era of spiritual grandeur and timeless devotion. May Bhagwan Shri Krishna bless us all. pic.twitter.com/yUO9DJnYWo
— Narendra Modi (@narendramodi) February 25, 2024
দ্বারকা শহর থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে ওখা বন্দরের কাছে অবস্থিত ভেট দ্বারকা। এখানেই রয়েছে শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ মন্দির। বর্তমানে ভেট দ্বারকার এই মন্দিরে যাতায়াতের জন্য পুণ্যার্থীরা নৌকার ব্যবহার করেন। সেতুর উদ্বোধন হওয়ায় ভক্তদের যাতায়াত আরও সুবিধাজনক হবে। মনে করা হচ্ছে, নতুন এই সেতুর হাত ধরে বদলে যাবে এলাকার ছবি।
এদিন দ্বারকায় স্কুবা ডাইভিং করেন প্রধানমন্ত্রী। মনে করা হয়, দ্বারকা শহরের ধ্বংসাবশেষ এখনও সমুদ্রের নীচে নিমজ্জিত রয়েছে। স্কুবা ডাইভিং করে জলের তলা দিয়ে দ্বারকার সেই ধ্বংসাবশেষই দেখতে গিয়েছিলে তিনি। নিজের এক্স হ্যান্ডেল থেকে সেই দুর্দান্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘এ এক ঐশ্বরিক অভিজ্ঞতা। আমি আধ্যাত্মিক মহিমা এবং প্রাচীন যুগের সঙ্গে সংযোগ অনুভব করেছি। ভগবান শ্রী কৃষ্ণ আমাদের সকলের মঙ্গল করুন’।