৭৭ পেরিয়ে ৭৮-এ পা সোনিয়ার, জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Prime Minister wishes Sonia birthday

The Truth of Bengal: ৭৭ পেরিয়ে শনিবার ৭৮ বছরে পা রাখলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। আর দেশের অন্যতম প্রভাবশালী নেত্রীকে সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেরা। রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকতে পারে। তবে সৌজন্যতার কোন খামতি নেই। ৭৮ তম জন্মদিবস উপলক্ষ্যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের এক্স হ্যান্ডেল থেকে শুভেচ্ছাবার্তা পাঠান তিনি। যেখানে তিনি লেখেন, জন্মদিনের শুভেচ্ছা। সোনিয়া গান্ধী যেন সুস্থ ও দীর্ঘ জীবন পান সেই কামনা করেন প্রধানমন্ত্রী। ভারতীয় রাজনীতিতে এক সময়ে ক্ষমতাধর নেত্রী হিসাবেই পরিচিত ছিলেন সোনিয়া।
যদিও গত কয়েক বছরেই রাজনীতিতে বেশ নিস্ক্রিয় তিনি। শারীরিক অসুস্থতার কারণে সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেও প্রচারে যাননি তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি কংগ্রেস নেত্রীকে শুভেচ্ছা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি জানান,’জন্মদিবসে কংগ্রেস নেত্রীকে শুভেচ্ছা। প্রান্তিক মানুষদের অধিকারের সপক্ষে লড়াইকারী।তিনি তাঁর দীর্ঘ আয়ু এবং স্বাস্থ্য কামনা করেন। দলের সমস্ত নেতা ও কর্মীদের কাছে সনিয়া গান্ধী অনুপ্রেরণা বলে এক্স হেন্ডেল- এ উল্লেখ করেছেন শশী থারুর।
কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি বেনুগোপালের পক্ষ থেকেও জানানো হয়েছে জন্ম দিনের শুভেচ্ছা। এছাড়া সোনিয়া গান্ধী কে শুভেচ্ছা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। কংগ্রেস সভানেত্রীকে শেষবার দেখা গিয়েছে তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী শপথ গ্রহন অনুষ্ঠানে। সম্প্রতি বিধানসভা নির্বাচনে দক্ষিণ ভারতের তেলেঙ্গনা রাজ্য যেটি কংগ্রেস দখলে নিয়েছে। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে হিন্দি বলয়ের তিন রাজ্য হারিয়েছে কংগ্রেস। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। দিল্লি দখলের লড়াইয়ে মরিয়া কংগ্রেস। কতটা ক্ষমতা দখল করতে পারে হাত-শিবির সেটাই এখন দেখার।