দেশ

সাক্ষাৎকার দিলেন মোদি, সাক্ষাৎকার কে নিলেন জানেন?

Prime Minister Narendra Modi's interview with Bill Gates ahead of the polls

The Truth of Bengal: প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেননি নরেন্দ্র মোদি। যা নিয়ে বিরোধীরা বারবার তাকে কটাক্ষ করে। তবে সংবাদ মাধ্যমের বাইরে একাধিকবার ক্যামেরার মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার ভোটের মুখে বিল গেটসের সঙ্গে সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে সাক্ষাৎকারে আধুনিক প্রযুক্তি এবং ভারতে AI-এর ব্যবহার নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। প্রচারের আলোয় থাকার চেষ্টা বলে মোদিকে কটাক্ষ করেছে বিরোধীরা।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে মোদির এমনই একটি সাক্ষাৎকার ছড়িয়ে পড়েছিল দেশে। সেই অরাজনৈতিক সাক্ষাৎকার নিয়েছিলেন অক্ষয় কুমার। ব্যক্তি মানুষ হিসেবে মোদি কেমন, তা সেই সাক্ষাৎকারে জানার চেষ্টা করেছিলেন অক্ষয় কুমার। যদিও সেই সময় অভিযোগ উঠেছিল, ভোটের মুখে প্রচারে থাকার জন্য ক্যামেরায় অক্ষয়ের মুখোমুখি হয়েছিলেন মোদি। ২০১৯ সালের পুনরাবৃত্তি ২০২৪ সালে। বারো একইরমক ভাবে সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার তার সাক্ষাৎকার নিয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

তবে গেটসের সঙ্গে মোদির আলোচনায় প্রযুক্তির বিষয়টি অনেকটাই উঠে আসে। AI-এর ব্যবহার নিয়ে আলোচনা করেন দু’জনে। তাঁর আমলে দেশে আধুনিক প্রযুক্তির ব্যবহার কতটা এগিয়েছে গেটসের সামনে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে ‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’ অনুষ্ঠানের সঞ্চালক বেয়ার গ্রিলস-এর সঙ্গে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদিকে। উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানে শ্যুটিং হয়েছিল ওই অনুষ্ঠানের। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে গ্রিলসের সঙ্গে সেখানে হাঁটতে দেখা গিয়েছিল মোদিকে।

Related Articles