দ্বিতীয় দফার অমৃত স্নানের প্রস্তুতি তুঙ্গে, মৌনী অমাবস্যায় ভিড় সামালাতে প্রস্তুত যোগী প্রশাসন
Preparations for the second phase of Amrit Snan are in full swing, Yogi administration is ready to handle the crowd during Mauni Amavasya

Truth Of Bengal: মহাকুম্ভে প্রথম দফা অমৃত স্নানপর্ব শেষ হয়েছে পৌষ সংক্রান্তিতে। এবার অপেক্ষা দ্বিতীয় দফার পুণ্যাস্নানের। যাকে কেন্দ্র করে প্রস্তুতি চরমে যোগী প্রশাসনের। দ্বিতীয় দফার অমৃত স্নানপর্ব শুরু হতে চলেছে ২৯ জানুয়ারী। প্রয়াগরাজের প্রায় প্রতিটি এলাকাই যোগী প্রশাসনের তরফ থেকে ঘিরে ফেলা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে। এমনকি ভক্তদের সুবিধার্থে নেওয়া হয়েছে একাধিক ব্যবস্থাও।
অমৃত স্নানের প্রথম দফায় সেখানে প্রায় ৩ কোটি ভক্তদের সমাগম হয়েছিল। মৌনী অম্যাবস্যায় সেই জমায়েত প্রায় ১০ কোটি পৌঁছে যেতে পারে বলে মনে করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে ২৭ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত ত্রিবেণী সঙ্গমের ভিড় সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভক্তদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যাবস্থার আয়োজনও করা হচ্ছে। বিশেষ টিম প্রস্তুতির ব্যবস্থাও গ্রহণ খরা হয়েছে, যারা স্নানের ঘাটের ভিড় সামাল দেবেন।
এছাড়াও স্নান শেষের পর ভক্তদের নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার জন্যও নির্দে শ দেওয়া হয় আধিকারিকদের তরফ থেকে। এছাড়া সমস্ত দিকেই নজরদারী চালাবেন অতিরিক্ত জেলাশাসক, পুলিশ সুপার, এসডিএম ও বিভিন্ন বিভাগীয় ম্যাজিস্ট্রেটরা। এই মহাকুম্ভ চলাকালীন যানবাহন স্বাভাবিকভাবে চলাচলের জন্য নজরদারী চালানোর নির্দেশিকা জারি করা হয়েছে যোগী প্রাশাসনের তরফে।