গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল
Pratibha Patil hospitalized

The Truth of Bengal: অসুস্থ ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। তাঁকে বুধবার রাতেই মহারাষ্ট্রের পুনে শহরের ভারতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে সংক্রমণের পাশাপাশি জ্বর রয়েছে তাঁর। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। চিকিৎসকদের একটি বিশেষ টিম তাঁর দেখাশোনা করছে। হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি। চিকিৎসকদের মতে লান্সে ইনফেকশনের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। ঘন ঘন চিকিৎসকদের একটি বিশেষ টিম এসে প্রাক্তন রাষ্ট্রপতির শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে যাচ্ছেন।
২০০৭ থেকে ২০১২ পর্যন্ত, দেশের দ্বাদশ রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। এর আগে, ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজস্থানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি ছিলেন লোকসভার সদস্য।
গতবছরই প্রতিভা পাটিলের স্বামী দেবীসিংহ রামসিংহ শেখাওয়াত পরলোকগমন করেছেন। স্ত্রী একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ হলেও তাঁর স্বামী ছিলেন পেশায় আইনজীবী। ১৯৬৫ সালে ৭ জুলাই বিবাহবন্ধনে বেঁধে ছিলেন প্রতিভা পাটিল ও তাঁর স্বামী।